KKR Released Players: KKR দলে বিরাট চমক! নিলামের আগে ১০ তারকা ক্রিকেটারকে ছাড়ল কলকাতা! রয়েছেন ২৩.৭৫ কোটির অলরাউন্ডারও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
KKR in IPL Auction: গত বারের ব্যর্থতার জেরে এবার খোলনলচে দলে বদল আনতে চাইছে কেকেআর। নিলামের এক দিন আগে তাই ১০ তারকা ক্রিকেটারকে ছাঁটাই করে দিল কলকাতা।
advertisement
1/7

গত বারের ব্যর্থতার জেরে এবার খোলনলচে দলে বদল আনতে চাইছে কেকেআর। নিলামের এক দিন আগে তাই ১০ তারকা ক্রিকেটারকে ছাঁটাই করে দিল কলকাতা।
advertisement
2/7
এই তালিকায় রয়েছে ২৩ কোটি ৭৫ লাখের বেঙ্কটেশ আয়ার, মইন আলি, অনরিখ নোখিয়া, কুইনটন ডি'কক, রহমানুল্লাহ গুরবাজ এবং স্পেন্সার জনসনের নামও।
advertisement
3/7
২০২৫ আইপিএলে ৮ নম্বরে শেষ করেছিল কেকেআর। এর জেরে টিম তৈরি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবার তাই দামি ক্রিকেটারদের ছেঁটে ফেলল কেকেআর।
advertisement
4/7
এর মধ্যে রাসেলকে ২০১৪ সালে কিনেছিল কেকেআর। ১২ কোটি টাকায় ২০২৫ সালে রেখে দিয়েছিল কেকেআর। কিন্তু ২০২৫ আইপিএলে ভাল কিছু করে দেখাতে পারেননি। তাই ১১ বছর পরে রাসেলের হাত ছাড়ছে কেকেআর।
advertisement
5/7
যে সব বিদেশিদের ছাড়া হল: মইন আলি (২ কোটি), অনরিখ নোখিয়া ৬.৫ কোটি), কুইন্টন ডি’কক (৩.৬ কোটি), রহমানুল্লাহ গুরবাজ় (২ কোটি) এবং স্পেন্সার জনসন।ভারতীয় যাদের ছাড়া হল: লুভনিথ সিসৌদিয়া, মায়াঙ্ক মার্কান্ডে, চেতন সাকারিয়া।
advertisement
6/7
যাদের রাখা হচ্ছে: অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, রভমান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
advertisement
7/7
কলকাতার হাতে আছে ৬৪.৩ কোটি টাকা, ১৩ জন ক্রিকেটারকে দলে নিতে পারবেন শাহরুখরা।