কেউ লাভ করলেন বেশি, আবার কেউ একটু কম। গোবরডাঙ্গার বাবু পাড়ার সম্মিলনী ক্লাবের মাঠে এদিন এই “শিশুদের হাট” নজর কাড়ল সকলের। প্রায় ৫০ জনের মত শিশু নিজেদের ব্যবসার জিনিস সরাসরি ক্রেতাদের মাঝে বিক্রির সুযোগ পেল। শুধু জিনিসপত্রই নয়, পেট পুজোরও আয়োজন ছিল এই শিশুদের হাটে।
আরও পড়ুন : মেলার আগেই গঙ্গাসাগরে ভেসেল পরিষেবায় বড় বদল, মিনিটে মিটবে টিকিটের ঝামেলা! এল অটোমেটিক মেশিন
advertisement
একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অভিনব শিশু হাটের আয়োজন করেছিল। যেখানে কেবলমাত্র ৫ থেকে ১৫ বছরের শিশুরাই নিজেদের পণ্য সামগ্রী বিক্রি করতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়। সেই অনুযায়ী আগ্রহী শিশু ও তাদের অভিভাবকেরা কেউ খেলনা, কেউ আবার নানা রকমের খাবার নিয়ে হাজির হন এই হাটে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছোট ব্যবসায়ীদের উৎসাহ দিতে সকলকেই দেওয়া হল পুরষ্কার। হাটের মাঝে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। যেখানে নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে শিশুদের দিনটি যেন কাটল অনেকটাই অন্যরকম। গোবরডাঙ্গা এলাকায় প্রায় ৩৩ বছর ধরে চলে আসছে এই অনুষ্ঠান বলেই জানা গিয়েছে। এদিন শিশুদের হাট ঘুরতে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।





