Vessel Ticket : মেলার আগেই গঙ্গাসাগরে ভেসেল পরিষেবায় বড় বদল, মিনিটে মিটবে টিকিটের ঝামেলা! এল অটোমেটিক মেশিন

Last Updated:

Vessel Ticket : গঙ্গাসাগরে যাওয়ার ভেসেলের জন্য এল অটোমেটিক টিকিট কাটার মেশিন। ফলে সুবিধা হবে যাত্রীদের।

টিকিট কাটার মেশিন
টিকিট কাটার মেশিন
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক : গঙ্গাসাগরে যাওয়ার ভেসেলের জন্য এল অটোমেটিক টিকিট কাটার মেশিন। এই অটোমেটিক টিকিট কাটার মেশিন ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। ফলে সুবিধা হবে যাত্রীদের। এতদিন পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে ভেসেল পারাপারের জন্য কাগজের ছাপানো টিকিট ব্যবহার করা হত। এক্ষেত্রে সঠিক হিসেব পাওয়ার সমস্যা ছিল।
এবার ঠিক হয়েছে, ২০২৬ সালের গঙ্গাসাগর মেলার আগে থেকেই মেশিনের মাধ্যমে যাত্রীদের টিকিট দেওয়া হবে। কচুবেড়িয়া ভেসেল ঘাটে এই মেশিনের উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি বলেন, এর ফলে যাত্রীরা খুব কম সময়ের মধ্যে টিকিট কাটতে পারবেন। অতীতে এই মেশিনে টিকিট কাটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যা কেটে গিয়েছে।
advertisement
advertisement
এছাড়াও এর ফলে খুচরোর সমস্যা মিটবে‌। অনেকক্ষেত্রে খুচরো ১ টাকা অথবা দুই টাকার জন্য অসুবিধা হত। তবে এবার সেই সমস্যা মিটবে। একেবারে সঠিক টাকা অনলাইনেও দেওয়া যাবে। গঙ্গাসাগর মেলার আগে এই ব্যবস্থা চালু হওয়ার ফলে অনেক সমস্যা মিটেছে। মানুষজন খুবই সুবিধা পাবেন। এছাড়াও টাকার সঠিক হিসাব পাওয়া যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যার জন্য উপকৃত হবেন সকলেই। এবছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাড়াতাড়ি সেই প্রস্তুতির কাজ শেষ হবে। ফলে চাপ আরও বাড়তে পারে। এবছর প্রচুর মানুষজন আসবেন। ফলে সবকিছু মাথায় রেখে এই কাজ করা হচ্ছে। বিপুল ভিড়ের কথা মাথায় রেখে আরও অন্যান্য ব্যবস্থা চালু করা হবে। এক্ষেত্রে পরিসংখ্যান রাখার সুবিধা হবে এই কাজের জন্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vessel Ticket : মেলার আগেই গঙ্গাসাগরে ভেসেল পরিষেবায় বড় বদল, মিনিটে মিটবে টিকিটের ঝামেলা! এল অটোমেটিক মেশিন
Next Article
advertisement
Ghatshila By Election Result: বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মিটিয়ে নিল হেমন্ত সোরেনের দল
বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মেটাল হেমন্ত সোরেনের দল
  • ঘাটশিলা উপনির্বাচনে জেএমএম-এর জয়৷

  • বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জেএমএম প্রার্থী৷

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলেকে হারিয়ে জেএমএম-এর জয়৷

VIEW MORE
advertisement
advertisement