ক্লাসরুম ছেড়ে সাইকেলে ঘুরে শিক্ষাদান, 'গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর' গঙ্গা পরিষ্কারের পাঠ দিলেন শিক্ষক

Last Updated:

Clean Ganga Awerness : গঙ্গা বাঁচাতে নদী পাড়ের মানুষকে সচেতন করতে সাইকেলের প্যাডেলে ভর করে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পৌঁছলেন শিক্ষক কৌশিক বন্দ্যোপাধ্যায় 

+
অভিযাত্রী

অভিযাত্রী কৌশিক বন্দ্যোপাধ্যায়

হাওড়া, রাকেশ মাইতি: উত্তর থেকে দক্ষিণে যত গড়িয়েছে গঙ্গার জল ততই বেড়েছে দূষণের মাত্রা! গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সাইকেলে সচেতন বার্তায় এক শিক্ষক। ‘প্রকৃতিকে ভালবাসুন, জীবনকে আরও সুন্দর করে তুলুন’ এই বার্তা নিয়ে পাঁচ রাজ্যের গঙ্গা নদী তীরবর্তী গ্রাম ও শহরে ঘুরে ৮ থেকে ৮০ বয়সের মানুষের কাছে পৌঁচেছেন তিনি। পরিবেশ রক্ষার তাগিদে দু’হাজারেরও বেশি কিলোমিটার পথের অভিযানে শিক্ষক। সব মিলিয়ে প্রায়, ২৫২৫ কিলোমিটার দীর্ঘ গঙ্গা নদীর গতিপথ অনুসরণ করে চলা।
অভিযাত্রী কৌশিক বন্দ্যোপাধ্যায় হুগলির শিয়াখালার বাসিন্দা। এই অভিযান শুরু হয়েছিল চলতি বছরের গত ৮ অক্টোবর উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী থেকে। সেই যাত্রা শুরু করে উত্তরের পাহাড় থেকে নদী ঘেঁষা পথ ধরে সমতলে। ৮ অক্টোবর উত্তরপ্রদেশে গঙ্গা নদীর উৎপত্তিস্থল থেকে যাত্রা শুরু করে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরে পৌঁছন ৫ নভেম্বর। টানা সাইকেল অভিযান সম্পন্ন করতে সময় লাগে ২৯ দিন। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সড়ক পথে পৌঁছতে দূরত্ব অতিক্রম করতে হয়েছে ২২৭১ কিলোমিটার পথ।
advertisement
advertisement
সাইকেল চালিয়ে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ছুঁয়ে পশ্চিমবঙ্গে পৌঁছনো৷ এ প্রসঙ্গে অভিযাত্রী কৌশিক বন্দ্যোপাধ্যায় জানান, এই অভিযান শুরুতে কয়দিনের সঙ্গী ছিলেন স্ত্রী। নিজে সাইকেল চালিয়ে পথ অতিক্রম করেছেন। অন্যদিকে স্ত্রী সঙ্গ দিয়েছেন পাবলিক ট্রান্সপোর্টে। যদিও সেই সঙ্গ খুব বেশি ছিল না, পূর্ব পরিকল্পনা মত মাত্র আট দিন পর স্ত্রী ফিরে আসেন।  এরপর একাই অভিযান সম্পন্ন করেন তিনি। মূল উদ্দেশ্য ছিল, মানুষকে সচেতন করা। পরিবেশ রক্ষায় নদী তীরবর্তী মানুষকে আরও সচেতন করা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উত্তর থেকে দক্ষিণে ২০০০ কিলোমিটারের অধিক যাত্রাপথে মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণ হয়েছে। আর এই অভিযান শেষে তিনি জানান, উত্তর থেকে যত দক্ষিণে গঙ্গা এগিয়েছে, নদীর উপর মানুষের নির্ভরতা তত বৃদ্ধ পেয়েছে। সেই সঙ্গে নদীর দূষণ মাত্রাও আরও প্রকট হয়েছে। তাই মানুষের মধ্যে আরও সচেতনতার প্রয়োজন। এভাবে সচেতনতা পৌঁছে দিতে আবারও তিনি অভিযানের নামবেন বলেই জানিয়েছেন। এই অভিযান শেষে তিনি জানিয়েছেন, পরিবেশ ও নদী রক্ষার ক্ষেত্রে দক্ষিণের মানুষকে আরও সজাগ ও সচেতন হতে হবেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্লাসরুম ছেড়ে সাইকেলে ঘুরে শিক্ষাদান, 'গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর' গঙ্গা পরিষ্কারের পাঠ দিলেন শিক্ষক
Next Article
advertisement
Ghatshila By Election Result: বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মিটিয়ে নিল হেমন্ত সোরেনের দল
বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মেটাল হেমন্ত সোরেনের দল
  • ঘাটশিলা উপনির্বাচনে জেএমএম-এর জয়৷

  • বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জেএমএম প্রার্থী৷

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলেকে হারিয়ে জেএমএম-এর জয়৷

VIEW MORE
advertisement
advertisement