আবেগ কাকে বলে দেখিয়ে দিচ্ছে কাটোয়া! কার্তিক লড়াই হবে সেই মঙ্গলবার, জায়গা দখল হয়ে যাচ্ছে এখন থেকেই
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Katwa Kartik Puja : কাটোয়া শহরে প্রকাশ্যে চলছে জায়গা দখল! যার যে জায়গা পছন্দ তিনি সেইমত দখল করে রাখছেন জায়গা।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কাটোয়া শহরে প্রকাশ্যে চলছে জায়গা দখল! যার যে জায়গা পছন্দ, তিনি সেইমত দখল করে রাখছেন জায়গা। প্রকাশ্যে জায়গা দখল করলেও কেউ কিছুই বলছেন না। তবে হঠাৎ কেন এরকম হচ্ছে কাটোয়া শহরে? আসল কারণ জানলে কিছুটা অবাক হবেন সকলেই। ইট, বস্তা, খবরের কাগজ পেতে শহরের বিভিন্ন জায়গায় চলছে জায়গা দখল।
কিছু নির্দিষ্ট পথে ঘুরলেই এখন এই ছবি দেখা হচ্ছে। সামনেই কাটোয়ার বিখ্যাত কার্তিক লড়াই। কার্তিক লড়াইকে কেন্দ্র করে শহরজুড়ে ভিড় জমাবেন লক্ষাধিক মানুষ। আগামী সোমবার কার্তিক পুজো এবং এবং মঙ্গলবার হচ্ছে কার্তিক লড়াই অর্থাৎ শোভাযাত্রা। আর এই শোভাযাত্রা নির্দিষ্ট জায়গায় বসে ভাল ভাবে দেখার জন্যই যে যার পছন্দ মত জায়গা এখন থেকেই দখল করে রাখছেন। এই প্রসঙ্গে কাটোয়া শহরের বাসিন্দা রঞ্জিত রায় জানিয়েছেন, “এটা হচ্ছে কার্তিক পুজো উপলক্ষে জায়গা দখল। দর্শনার্থীরা বসে শোভাযাত্রা দেখার জন্য জায়গা দখল করে, এটা পার্মানেন্ট জায়গা দখল নয়।”
advertisement
আরও পড়ুন : দেখেই হাত-পা ঠাণ্ডা হয়ে গেল কর্মীদের, নর্দমায় পড়ে দৈত্যাকার অজগর! বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে তুমুল হইচই
advertisement
কাটোয়া শহরের কারবালাতলা মোড়, আতুহাট পাড়া, বারোয়ারিতলা সহ আরও একাধিক জায়গায় এই ছবি দেখা যাচ্ছে। কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা যে নির্দিষ্ট পথে ঘুরবে সেই পথে একপাক ঘুরলেই চোখে পড়বে রাস্তার দুপাশে জায়গা ঘিরে রাখার ছবি। বিভিন্ন বন্ধ দোকানের বারান্দা, বাড়ির সামনের বড় জায়গা থাকলেই সেগুলো আগে ভাগেই যেন বুকিং করে নেওয়া হচ্ছে। মূলত আত্মীয় স্বজনদের নিয়ে একসঙ্গে বসে সুষ্ঠ ভাবে শোভাযাত্রা দেখার জন্যই চলছে প্রকাশ্যে জায়গা দখলের কাজ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে কাটোয়া শহরের স্থানীয় বাসিন্দা চন্দ্রনাথ মুখার্জী বলেন, “প্রশাসন থেকে নির্দিষ্ট রুট ঠিক করে দেয় যে দিকে শোভাযাত্রা যাবে। আর সেই রুটের বিভিন্ন জায়গায় মানুষ সুষ্ঠ ভাবে বসে শোভাযাত্রা দেখার জন্যই দিন পাঁচ ছয়েক আগে থেকে জায়গা দখল করে রাখে।” কার্তিক লড়াইয়ের দিন কয়েক আগে থেকেই শুরু হয়ে যায় এই জায়গা দখল। সবমিলিয়ে এই জায়গা দখলের ছবি যেন প্রমাণ করে দিচ্ছে যে কাটোয়ার মানুষের কাছে কতটা আবেগের এই কার্তিক লড়াই। সারাবছর এই শহরের মানুষ অপেক্ষায় থাকেন শুধুমাত্র এই কার্তিক লড়াইয়ের জন্যই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Katwa,Barddhaman,West Bengal
First Published :
November 15, 2025 7:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আবেগ কাকে বলে দেখিয়ে দিচ্ছে কাটোয়া! কার্তিক লড়াই হবে সেই মঙ্গলবার, জায়গা দখল হয়ে যাচ্ছে এখন থেকেই
