Children's Business : জমিয়ে ব্যবসা করল খুদেরা, শিখে নিল লাভ ঘরে তোলার কৌশল! দর কষাকষির ধুমে তাক লাগাল বড়দের
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Children's Business : শিশুদের হাটে বড়রা ক্রেতা, ব্যবসা করে লাভের অংক বুঝে নিল খুদেরা! অভিনব আয়োজন গোবরডাঙায়।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শিশুদের হাট, আর তাতেই ভিড় জমল মানুষের। খেলনা থেকে শুরু করে বাড়ি থেকে তৈরি করে আনা নানা রকমের খাবারের পসরা নিয়ে বসেছিলেন খুদে ব্যবসায়ীরা। কারও বয়স পাঁচ বছর, কারও আবার ১৫। খুদে ব্যবসায়ীরা লাভের আশায় নিজেদের পছন্দের জিনিসপত্র এনে বিক্রি করল এই হাটে। ক্রেতাদের থেকে ঠিকঠাক দর কষাকষি করে জিনিসের দাম বুঝে নিল শিশু দোকানদাররা।
কেউ লাভ করলেন বেশি, আবার কেউ একটু কম। গোবরডাঙ্গার বাবু পাড়ার সম্মিলনী ক্লাবের মাঠে এদিন এই “শিশুদের হাট” নজর কাড়ল সকলের। প্রায় ৫০ জনের মত শিশু নিজেদের ব্যবসার জিনিস সরাসরি ক্রেতাদের মাঝে বিক্রির সুযোগ পেল। শুধু জিনিসপত্রই নয়, পেট পুজোরও আয়োজন ছিল এই শিশুদের হাটে।
আরও পড়ুন : মেলার আগেই গঙ্গাসাগরে ভেসেল পরিষেবায় বড় বদল, মিনিটে মিটবে টিকিটের ঝামেলা! এল অটোমেটিক মেশিন
advertisement
advertisement
একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অভিনব শিশু হাটের আয়োজন করেছিল। যেখানে কেবলমাত্র ৫ থেকে ১৫ বছরের শিশুরাই নিজেদের পণ্য সামগ্রী বিক্রি করতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়। সেই অনুযায়ী আগ্রহী শিশু ও তাদের অভিভাবকেরা কেউ খেলনা, কেউ আবার নানা রকমের খাবার নিয়ে হাজির হন এই হাটে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ছোট ব্যবসায়ীদের উৎসাহ দিতে সকলকেই দেওয়া হল পুরষ্কার। হাটের মাঝে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। যেখানে নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে শিশুদের দিনটি যেন কাটল অনেকটাই অন্যরকম। গোবরডাঙ্গা এলাকায় প্রায় ৩৩ বছর ধরে চলে আসছে এই অনুষ্ঠান বলেই জানা গিয়েছে। এদিন শিশুদের হাট ঘুরতে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Nov 15, 2025 9:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Children's Business : জমিয়ে ব্যবসা করল খুদেরা, শিখে নিল লাভ ঘরে তোলার কৌশল! দর কষাকষির ধুমে তাক লাগাল বড়দের









