TRENDING:

ভারতের সামনে আজ টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই, কিছু পরিবর্তন হতে পারে দলে

Last Updated:

Team India looking for leveling the T20 series against New Zealand at Lucknow. ভারতের সামনে আজ টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই, কিছু পরিবর্তন হতে পারে দলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে গিয়ে হতাশা গোপন করেননি ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কদিন আগেও টিম ইন্ডিয়াকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। ওডিআই সিরিজে শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করেছেন রোহিত শর্মারা। তবে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার সেই ঝাঁঝ হঠাৎ উধাও। শুক্রবার কিউয়িদের কাছে প্রথম ম্যাচে হেরে বেশ চাপে নেতা হার্দিক পান্ডিয়া।
নবাবের শহরে আজ ভারতের সম্মান বাঁচানোর লড়াই
নবাবের শহরে আজ ভারতের সম্মান বাঁচানোর লড়াই
advertisement

রবিবার লখনউয়ে মরণ-বাঁচন লড়াইয়ে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ভারতের। টি-২০ সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তারকাদের অনুপস্থিতিতে কিউয়ি স্পিনারদের সামনে রীতিমতো খাবি খেয়েছে ভারতীয় তরুণ ব্রিগেড। ওডিআই সিরিজের ফর্ম টি-২০’তে বজায় রাখতে ব্যর্থ শুভমান গিলও।

তবে বড় চিন্তার কারণ ঈশান কিষান ও দীপক হুদার ব্যর্থতা। বাংলাদেশে দ্বিশতরানের পর আর বড় রান পাননি ঈশান। ওডিআই ও টি-২০ মিলিয়ে শেষ সাত ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ৩৭, ২, ১, ৫, ৮, ১৭ ও ৪। এমনটা চলতে থাকলে ঋষভ পন্থের বিকল্প হিসেবে জাতীয় দলে জায়গা পাকা করার সুযোগ হারাবেন তিনি। আর দীপক হুদা তো না হোমে, না যজ্ঞে! লোয়ার মিডল অর্ডারে দলকে ভরসা জোগাতে ব্যর্থ তিনি।

advertisement

বল হাতেও তথৈবচ। কার্যত একই অবস্থা রাহুল ত্রিপাঠিরও। শুক্রবার খাতাই খুলতে পারেননি তিনি। ছন্দে নেই ক্যাপ্টেন হার্দিকও। তবে টি-২০’তে স্বপ্নের ফর্ম ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। রাঁচিতে ৩৪ বলে ৪৭ রানের ইনিংস উপহার দেন মিস্টার ৩৬০ ডিগ্রি। আর গত ম্যাচে ভারতের বড় প্রাপ্তি অবশ্যই ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রবিবার সিরিজে সমতা ফেরাতে এই দু’জনের দিকেই তাকিয়ে থাকবে দল। পাশাপাশি শুভমান-ঈশান ওপেনিং জুটির রানে ফেরার আশায় থাকবেন ক্যাপ্টেন হার্দিক। লখনউয়ের পিচে ব্যাটসম্যানদের জন্য বাড়তি সুবিধা থাকে। তাই রবিবার প্রথম একাদশে আসতে পারেন পৃথ্বী সাউ। সেক্ষেত্রে বসানো হবে ত্রিপাঠি বা হুদাকে। যে করেই হোক আজ নিউজিল্যান্ডকে হারিয়ে নবাবের শহরে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের সামনে আজ টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই, কিছু পরিবর্তন হতে পারে দলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল