আগামী ২০ জুন থেকে শুরু হওয়ার কথা ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে ভারতীয় প্লেয়াররা। দলের অনুশীলনেও জোর দিয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু আকস্মিক এই ঘটনা প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। মায়ের অসুস্থতার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়াতে দ্রুত দেশে ফিরছেন গৌতম গম্ভীর।
advertisement
জানা গিয়েছে, গম্ভীর শুক্রবার সকালে লন্ডন ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন, মায়ের পাশে থাকতে। যদি সবকিছু ‘নিয়ন্ত্রণে’ থাকে, তাহলে গম্ভীর প্রথম টেস্টের আগে দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন। গম্ভীরের অনুপস্থিতিতে, সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে, ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নে মর্কেল দলের দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুনঃ ৫১ বলে ১৫১ রান, একাই মারলেন ১৯টি ছয়, ক্রিকেটে তৈরি হল নতুন ইতিহাস
ইংল্যান্ড সফর গম্ভীরের কোচিং স্টাফ হিসেবে প্রথম বিদেশ সফর। এদিকে, সিনিয়র দলের আটজন ক্রিকেটারকে নিয়ে গঠিত ইন্ডিয়া ‘এ’ ইতিমধ্যেই ইংল্যান্ড লায়ন্স-এর বিরুদ্ধে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলেছে। যেগুলি ড্র হয়েছে। ইন্ডিয়া ‘এ’ বনাম সিনিয়র দলের ইনট্রা-স্কোয়াড ম্যাচই একমাত্র অবশিষ্ট প্রস্তুতি ম্যাচ সিরিজ শুরুর আগে। যা গম্ভীর এবং নতুন অধিনায়ক শুভমান গিল-কে সিরিজ শুরুর আগে দলের অবস্থা মূল্যায়নের শেষ সুযোগ।