৫১ বলে ১৫১ রান, একাই মারলেন ১৯টি ছয়, ক্রিকেটে তৈরি হল নতুন ইতিহাস

Last Updated:

Finn Allen Create World Record Scored 151 Runs In 51 Balls: নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন ২০২৫ মেজর লিগ ক্রিকেটে এক অবিশ্বাস্য ইনিংস খেলে ইতিহাস গড়েছেন।

News18
News18
নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন ২০২৫ মেজর লিগ ক্রিকেটে এক অবিশ্বাস্য ইনিংস খেলে ইতিহাস গড়েছেন। শুক্রবার (১৩ জুন) অকল্যান্ডে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলতে নেমে মাত্র ৫১ বলে ১৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন অ্যালেন। তার এই ইনিংসটি এমএলসি-র ইতিহাসে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ স্কোর এবং টি-২০ ক্রিকেটে অন্যতম সেরা।
২৯৬ স্ট্রাইকরেটে ব্যাটিং করা অ্যালেন তার ইনিংসে ১৯টি ছক্কা এবং মাত্র ৫টি চার মারেন। এটি এক ইনিংসে সর্বাধিক ছক্কার নতুন বিশ্বরেকর্ড, যা আগে এস্তোনিয়ার সাহিল চৌহানের (১৮ ছক্কা) দখলে ছিল। অ্যালেনের ইনিংসটি ছিল এমনই ধ্বংসাত্মক যে, তিনি ২০ বলে হাফ-সেঞ্চুরি এবং এরপর আরও ১৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ৩৪ বলে করা এই সেঞ্চুরি এমএলসি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি এবং নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যেও দ্রুততম টি-২০ শতরান।
advertisement
এছাড়াও, তিনি ৪৯ বলে ১৫০ রান পূর্ণ করে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের ৫২ বলে ১৫০ রানের রেকর্ড ভেঙে দেন। তার ব্যাটিংয়ে ভর করে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস প্রথম ইনিংসে ২৬৯/৫ রানের বিশাল স্কোর গড়ে। সামগ্রিকভাবে এটি টি-টোয়েন্টি ইতিহাসে ১৫তম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
advertisement
advertisement
ম্যাচের ইনিংস বিরতিতে অ্যালেন বলেন, “এটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। শুরুটা ভালো হয়েছিল, দ্রুত রান এসেছে, কিছু গুরুত্বপূর্ণ পার্টনারশিপ হয়েছে। আমরা বোর্ডে একটা বড় স্কোর দিতে পেরেছি। এখন দরকার সঠিক লাইন-লেন্থে বল করা ও ভালো ফিল্ডিং। আশা করি, আমরা এই স্কোর রক্ষা করতে পারব।” শেষ পর্যন্ত ১২৩ রানে ম্যাচ জেতে সান ফ্রান্সিসকো।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৫১ বলে ১৫১ রান, একাই মারলেন ১৯টি ছয়, ক্রিকেটে তৈরি হল নতুন ইতিহাস
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement