রোহিত-বিরাটের রানে ফেরার পর চারিদিকে প্রশংসিত হচ্ছেন। দুই মহাতারকার বিশ্বকাপ খেলার সম্ভাবনাও এখন অনেক উজ্জ্বল বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের কী প্রতিক্রিয়া রোহিত-কোহলিকে নিয়ে তা দেখার অপেক্ষায় ছিল সকলেই। অবশেষে সামনে এল গম্ভীরের প্রতিক্রিয়া।
রোহিত-কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি। তবে বিসিসিআই তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ড্রেসিং রুমের একটি ভিডিও শেয়ার করেছে। প্রায়শই, কোনও ম্যাচ বা সিরিজ শেষ হওয়ার পরে, এমন একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে ম্যানেজমেন্ট খেলোয়াড়দের বিশেষ পুরস্কার প্রদান করে। সিডনি ওয়ানডে-র পরে প্রকাশিত একটি ভিডিওতে, গৌতম গম্ভীর রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে জুটির প্রশংসা করেছেন।
advertisement
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গৌতম গম্ভীরকে বলতে শোনা গিয়েছে, “বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে জুটি ছিল অসাধারণ, খুব ভালো জুটি এবং রোহিত বিশেষভাবে উল্লেখ করার যোগ্য, সে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছে। সে কেবল সেঞ্চুরিই করেনি, ম্যাচটিও শেষ করেছে, বিরাটের অবদানও প্রশংসনীয়। দুজনেই অনবদ্য।”
প্রসঙ্গত, রোহিত শর্মা এবং বিরাট কোহলির জুটিকে আবার ৩০ নভেম্বর একসঙ্গে দেখা যাবে। টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম ওয়ানডে – ৩০ নভেম্বর, দ্বিতীয় ওয়ানডে – ৩ ডিসেম্বর, তৃতীয় ওয়ানডে – ৬ ডিসেম্বর।
