TRENDING:

Vaibha Suryavanshi: এবার পাকিস্তানকে তুলোধনা করল বৈভব সূর্যবংশীর ব্যাট! কিন্তু শেষ রক্ষা হল না

Last Updated:

Vaibhav Suryavanshi: ম্যাচে ভারত টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে। বৈভব সূর্যবংশী সর্বোচ্চ ২৮ বলে ৪৫ রান করে দলের পক্ষে সর্বাধিক রান করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ টুর্নামেন্টে প্রথমবারের মতো পরাজয়ের মুখ দেখতে হল ভারতীয় দলকে। জিতেশ শর্মার নেতৃত্বাধীন দলটি পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে যায়। ম্যাচে ভারত টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে। বৈভব সূর্যবংশী সর্বোচ্চ ২৮ বলে ৪৫ রান করে দলের পক্ষে সর্বাধিক রান করেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। নমন ধীর ৩৫ রান করেন, তবে অধিনায়ক জিতেশ শর্মা মাত্র ৫ রান করে। শুরুতে ভালো ভিত্তি পেয়েও পরে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ভারত বড় স্কোর গড়তে পারেনি।
News18
News18
advertisement

পাকিস্তান এ দল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে। ওপেনার মাজ সদাকত দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি ৪৭ বলে অপরাজিত ৭৯ রান করেন, যেখানে ছিল সাতটি চার ও চারটি ছক্কা। তার সঙ্গে শেষ পর্যন্ত ছিলেন মহম্মদ ফাইক, যিনি ১৬ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে যশ ঠাকুর এবং সুয়শ শর্মা একটি করে উইকেট নিলেও পাকিস্তানের রান তোলার গতিকে থামাতে পারেননি।

advertisement

এই জয়ের ফলে পাকিস্তান গ্রুপে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে এবং সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত হয়েছে। অন্যদিকে ভারতের ঝুলিতে রয়েছে এক জয় থেকে অর্জিত ২ পয়েন্ট, যা তাদেরকে গ্রুপে দ্বিতীয় স্থানে রাখছে। প্রথম ম্যাচে ইউএই-কে বড় ব্যবধানে হারিয়ে ভালো শুরু করলেও পাকিস্তানের বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি ভারত।

advertisement

আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকার ‘মুরলীধরন’! হাজার উইকেটের মালিক, তারই ভেলকিতে কুপকাত গম্ভীরের দল

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের তৈরি খাবার নিয়ে ফুড ফেস্টভ্যাল স্কুলে, চিকেন ফুচকা থেকে কোল্ড কফি সব আছে
আরও দেখুন

ভারতীয় দল এখন চোখ রাখবে তাদের তৃতীয় ম্যাচের দিকে, যেখানে প্রতিপক্ষ হবে ওমান। ১৮ নভেম্বর গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জিততে পারলে ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই জোরালো হবে। পাকিস্তানের বিপক্ষে হার দলকে কিছু ভুল থেকে শিক্ষা নিতেই সাহায্য করবে বলে আশা করছে সমর্থকেরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Vaibha Suryavanshi: এবার পাকিস্তানকে তুলোধনা করল বৈভব সূর্যবংশীর ব্যাট! কিন্তু শেষ রক্ষা হল না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল