পাকিস্তান এ দল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে। ওপেনার মাজ সদাকত দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি ৪৭ বলে অপরাজিত ৭৯ রান করেন, যেখানে ছিল সাতটি চার ও চারটি ছক্কা। তার সঙ্গে শেষ পর্যন্ত ছিলেন মহম্মদ ফাইক, যিনি ১৬ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে যশ ঠাকুর এবং সুয়শ শর্মা একটি করে উইকেট নিলেও পাকিস্তানের রান তোলার গতিকে থামাতে পারেননি।
advertisement
এই জয়ের ফলে পাকিস্তান গ্রুপে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে এবং সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত হয়েছে। অন্যদিকে ভারতের ঝুলিতে রয়েছে এক জয় থেকে অর্জিত ২ পয়েন্ট, যা তাদেরকে গ্রুপে দ্বিতীয় স্থানে রাখছে। প্রথম ম্যাচে ইউএই-কে বড় ব্যবধানে হারিয়ে ভালো শুরু করলেও পাকিস্তানের বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি ভারত।
আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকার ‘মুরলীধরন’! হাজার উইকেটের মালিক, তারই ভেলকিতে কুপকাত গম্ভীরের দল
ভারতীয় দল এখন চোখ রাখবে তাদের তৃতীয় ম্যাচের দিকে, যেখানে প্রতিপক্ষ হবে ওমান। ১৮ নভেম্বর গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জিততে পারলে ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই জোরালো হবে। পাকিস্তানের বিপক্ষে হার দলকে কিছু ভুল থেকে শিক্ষা নিতেই সাহায্য করবে বলে আশা করছে সমর্থকেরা।
