রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে হর্ষিত রানার আগুনে বোলিংয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’–র ব্যাটিং লাইনআপ। মাত্র পাঁচ ওভার বোলিং করে তিনি ২১ রানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার সঙ্গে দুর্দান্ত ছন্দে ছিলেন নিশান্ত সাঁধুও, যিনি সাত ওভার বল করে মাত্র ১৬ রানে চার উইকেট দখল করেন। দুইজনের তীব্র আক্রমণে প্রতিপক্ষ দল ৩০.২ ওভারেই ১৩২ রানে অলআউট হয়ে যায়।
advertisement
স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ‘এ’ ব্যাটসম্যানরা শুরু থেকেই দাপট দেখান। রুতুরাজ গায়কোয়াড় সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৬৮ রানের চমৎকার ইনিংস খেলেন। অভিষেক শর্মা ৩২ এবং তিলক ভার্মা ২৯ রানের ইনিংস খেলে মাত্র ২৭.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে সহজ জয় নিশ্চিত করে ভারত ‘এ’।
আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকার ‘মুরলীধরন’! হাজার উইকেটের মালিক, তারই ভেলকিতে কুপকাত গম্ভীরের দল
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ভারত ‘এ’ ২–০ ব্যবধানে অজেয় অবস্থানে পৌঁছে গিয়েছে। সিনিয়র দলে সুযোগ না পেলেও হর্ষিত রানার এই পারফরম্যান্স প্রমাণ করেছে যে তিনি ভবিষ্যতে ভারতের জার্সিতে বড় মঞ্চে নিজের সেরাটা দেওয়ার মতো প্রতিভা ও মানসিকতা রাখেন। তার এমন ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় ফেলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
