'বাইরে যাওয়ার আগে জানানো উচিত ছিল', অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের শ্লীলতহানির ঘটনায় বিজেপি মন্ত্রীর মন্তব্যে বিতর্ক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kailash Vijayvargiya Comment Create Controversy: মধ্যপ্রদেশের ইনদওরে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের দুই সদস্যের ওপর শ্লীলতাহানির ঘটনায় বিজেপি মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
মধ্যপ্রদেশের ইনদওরে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের দুই সদস্যের ওপর শ্লীলতাহানির ঘটনায় বিজেপি মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, ঘটনাটি “একটি শিক্ষা”- প্লেয়ার ও প্রশাসন উভয়ের জন্য। তাঁর বক্তব্য অনুযায়ী, খেলোয়াড়দের বাইরে যাওয়ার আগে স্থানীয় প্রশাসন বা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের জানানো উচিত ছিল। তিনি আরও মন্তব্য করেন, ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা এতটাই যে খেলোয়াড়দের নিজেদের নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
বিজয়বর্গীয় বলেন, “যখনই কোনো খেলোয়াড় বাইরে যান, যেমন আমরা বাইরে গেলে স্থানীয় কাউকে জানাই, তেমনই তাদেরও জানানো উচিত। এই ঘটনাটি সবার জন্যই একটি শিক্ষা।” তিনি আরও জানান, ঘটনাটির পর অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ আইনি ধারাগুলি প্রয়োগ করেছে। তবে তাঁর এই মন্তব্যের পর থেকেই বিরোধী কংগ্রেস সমালোচনা করেছে ও তীব্র প্রতিক্রিয়া দিয়েছে।
advertisement
VIDEO | Indore: Madhya Pradesh Minister Kailash Vijayvargiya reacts to the Australian cricketer stalking and harassment case, saying, “Any player, wherever they go, should at least inform a local person or the local administration for safety reasons, as cricketers have a huge fan… pic.twitter.com/4nVKAYSiPO
— Press Trust of India (@PTI_News) October 26, 2025
advertisement
advertisement
কংগ্রেস নেতা অরুণ যাদব মন্তব্যটিকে “দুঃখজনক ও ঘৃণ্য” বলে আখ্যা দেন। তিনি বলেন, এই ঘটনায় ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মন্ত্রীর মন্তব্য আসলে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতিকে ঢাকার চেষ্টা। যাদবের মতে, বিজয়বর্গীয়র মন্তব্য সরকারের মানসিকতার প্রতিফলন, যেখানে নারীর নিরাপত্তার দায় প্রশাসনের পরিবর্তে ভুক্তভোগীদের ওপর চাপানো হয়।
আরও পড়ুনঃ Virat Kohli: কোহলির কেরিয়ার নিয়ে হয়ে গেল বড় ‘ভবিষ্যদ্বাণী’! কী জানালেন বিরাটের কাছের মানুষ?
advertisement
প্রসঙ্গত, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে, যখন দুই অস্ট্রেলীয় খেলোয়াড় হোটেলের কাছের একটি ক্যাফেতে যাচ্ছিলেন। আকিল খান নামে এক ব্যক্তি মোটরসাইকেলে তাদের অনুসরণ করে, এক খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে পালিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শীর তৎপরতায় তার মোটরসাইকেলের নম্বর নথিবদ্ধ করা হয়, যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আকিল খানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সেই ধারাগুলির অধীনে মামলা হয়েছে, যা নারীর শ্লীলতাহানির সঙ্গে সম্পর্কিত। রবিবার ইন্দোরের আদালত তাকে ১৪ দিনের হেফাজতে পাঠিয়েছে। অস্ট্রেলিয়া দলটি তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ খেলতে ইনদওরে ছিল। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 12:55 PM IST

