ম্যাচ শেষে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে প্রকাশ্যে রেড্ডির পারফরম্যান্স নিয়ে হতাশার কথা জানান। তাঁর মতে, তরুণ এই অলরাউন্ডারকে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হলেও তিনি এখনও পর্যন্ত নিজের সামর্থ্যের যথাযথ প্রমাণ দিতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাকা করতে হলে এমন ম্যাচেই নিজেকে মেলে ধরতে হয় বলে মন্তব্য করেন তিনি।
advertisement
পরিসংখ্যানও খুব একটা স্বস্তিদায়ক নয় রেড্ডির জন্য। ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে অভিষেকের পর থেকে তিনি সব ফরম্যাট মিলিয়ে মাত্র একটি শতরান করেছেন। এখন পর্যন্ত ১০টি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলে তাঁর মোট রান ৫৩৩, যা একজন অলরাউন্ডারের কাছ থেকে আরও বেশি প্রত্যাশার ইঙ্গিত দেয়।
আরও পড়ুনঃ ফের খারাপ খবর ভারতীয় দলে! টি-২০ সিরিজ ও বিশ্বকাপের আগে বাড়ল চিন্তা? বড় আপডেট
দুশখাতে স্পষ্ট করে দেন, ভবিষ্যতে দলে জায়গা পেতে হলে রেড্ডির সামনে আসা সুযোগগুলো কাজে লাগাতে হবে। বিশেষ করে মাঝের ওভারে ব্যাটিংয়ের সময় উইকেটে টিকে থেকে ইনিংস গড়ে তোলার সক্ষমতা দেখানো জরুরি। নচেৎ জাতীয় দলে নিয়মিত সুযোগ পাওয়া কঠিন হয়ে উঠবে বলেই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কোচিং স্টাফ।
