অ্যালিসা হিলি দেশের হয়ে দু’বার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও মিচেল স্টার্ক এই প্রথম ৷ ৫০ ওভারের বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার দখলেই ৷ কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথমবার চ্যাম্পিয়ন হল ক্যাঙারুরা ৷ টুর্নামেন্টের শুরুতেও অজিদের সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় সে ভাবে ধরা হয়নি ৷ কিন্তু যতোই টুর্নামেন্ট এগিয়েছে, ততোই মরুদেশের মাটিতে মজবুত দেখিয়েছে ফিঞ্চ-ব্রিগেডকে ৷
advertisement
আরও পড়ুন- মার্শের ব্যাটে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ট্র্যাজিক নায়ক হয়েই থেকে গেলেন উইলিয়ামসন
ক্রিকেটের ইতিহাসে প্রথম দম্পতি হিসেবে বিরল নজির গড়লেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি এবং মিচেল স্টার্ক। বিয়ের পরবর্তীতে তাঁরাই প্রথম ক্রিকেট দম্পতি যাঁরা দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ জয়ের নজির গড়লেন। টি২০ বিশ্বকাপে এর আগে ২০১০ সালে ফাইনাল খেললেও সেবার জিততে পারেনি হলুদ-ব্রিগেড ৷ এবারই প্রথমবার কুড়ির বিশ্বকাপে ট্রফি জিততে সফল অস্ট্রেলিয়া ৷
মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা ২০১৮ এবং ২০২০ সালে দু’বার অস্ট্রেলিয়ার মহিলা দলের হয়ে বিশ্বকাপ জিততে সফল হয়েছিলেন ৷
আরও পড়ুন-সাবধান! শীতে অতিরিক্ত কমলালেবু খেলে নিজের অজান্তেই ডেকে আনবেন বিপদ
রবিবার ফাইনাল ম্যাচে সাত বল বাকি থাকতে ম্যাক্সওয়েল বাউন্ডারি মেরে লক্ষ্যে পৌঁছে দিলেন অস্ট্রেলিয়াকে। পাঁচবারের ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ অবশেষে জিততে সফল। চোখের জলে বিদায় নিল নিউজিল্যান্ড।