সাবধান! শীতে অতিরিক্ত কমলালেবু খেলে নিজের অজান্তেই ডেকে আনবেন বিপদ
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Eating Orange During Winter: ভিটামিন C-র অতিরিক্ত সেবন শরীরে খারাপ প্রভাব ফেলে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা অতিরিক্ত কমলালেবু খেতে নিষেধ করেন।
#কলকাতা: শীত পড়ছে। বাঙালির চেতনায় গাঢ় হচ্ছে রঙ-বেরঙ। তার হাত ধরেই খাবার টেবিলে জায়গা করে নিচ্ছে কমলালেবু (Orange)। হ্যাঁ, কেকের উপর চেরির মতো বাঙালির কাছে শীত আর কমলালেবু সমার্থক। স্বাদ যেমন সবার প্রিয়, স্বাস্থ্যেও তেমন এক নম্বর এই ফল।
কমলালেবু শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। সঙ্গে দেয় শক্তিশালী ইমিউনিটি। এর ভিটামিন C রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এখানেই সামান্য সমস্যা। ভিটামিন C-র অতিরিক্ত সেবন শরীরে খারাপ প্রভাব ফেলে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা অতিরিক্ত কমলালেবু খেতে নিষেধ করেন।
advertisement
advertisement
১০০ গ্রাম কমলালেবুতে ৪৭ গ্রাম ক্যালোরি, ৮৭ গ্রাম জল, ০.৯ গ্রাম প্রোটিন, ১১.৮ গ্রাম কার্বোহাইড্রেট, ৯.৪ গ্রাম সুগার, ২.৪ গ্রাম ফাইবার এবং ৭৬ শতাংশ ভিটামিন C থাকে। তাই পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও কমলালেবু খাওয়া উচিত পরিমিত।
অতিরিক্ত কমলালেবু খাওয়ার সাইড এফেক্ট দেখে নেওয়া যাক-
এখন কেউ যদি দিনে ৪-৫টা করে কমলালেবু খেতে শুরু করে তাহলে শরীরে মাত্রাতিরিক্ত ফাইবার যাবে। যার ফলে পেট খারাপ, পেটে ব্যথা-খিঁচুনি, ডায়রিয়া, বমি-বমি ভাব দেখা দিতে পারে। আবার বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অত্যধিক ভিটামিন C-র প্রভাবে অম্বল, বমি, অনিদ্রা, এমনকী হার্ট অ্যাটাক পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সময় থাকতে সাবধান!
advertisement
দিনে ক'টা কমলালেবু তাহলে খাওয়া যেতে পারে?
কমলালেবু প্রাকৃতিক ভাবে অ্যাসিড সমৃদ্ধ ফল। গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স রোগে (জিইআরডি) আক্রান্তরা কমলালেবু খেলে পেট জ্বালা করতে পারে। তাই এমন রোগীদের কমলালেবু দেওয়ার আগে চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত।
অতিরিক্ত কমলালেবু খাওয়ার ফলে বমি এবং বুক জ্বালা হতে পারে। যাঁদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি তাঁদেরও কমলালেবু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
advertisement
কমলালেবুতে পটাশিয়াম কম থাকে। কিন্তু যাঁদের শরীরে আগে থেকেই পটাশিয়ামের মাত্রা বেশি তাঁদের ক্ষেত্রে কমলালেবু খেলে হাইপারক্যালেমিয়া রোগের সম্ভাবনা থাকে।
তাই একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ মানুষের ১টা থেকে ২টোর বেশি কমলালেবু দিনে খাওয়া উচিত নয়, এমনই বলছেন স্বাস্থ্যবিদরা!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2021 8:37 AM IST