Viral Video: শিশুদের স্কুলে পাঠানোর আগে ‘ব্যান্ড বাজা’-র ব্যবস্থা ! দিল্লির এই ভিডিও এখন তুমুল ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
School Reopening Celebration with Band Baaja: এতদিন পরে স্কুল খোলার সেলিব্রেশন একটু আলাদা রকম তো হবেই ৷ তবে এমনটা যে হবে, তা কেউই ভাবতে পারেননি ৷ সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল এই ভিডিও ৷
কলকাতা: করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে স্কুল খুলেছে রাজধানী দিল্লি-সহ আরও বেশ কয়েকটি রাজ্যেই ৷ রোজ স্কুলে যেতে হয়তো অনেকেরই ভালো লাগে না ৷ কিন্তু অনেকদিন না গেলেও ভালো লাগে না ৷ বহুদিন বাড়িতে অনলাইনে ক্লাস করার পর স্কুলে যাওয়ার আনন্দই যে আলাদা ৷ শিশুরা হাসিমুখেই বাবা-মা-র হাত ধরে চলেছে স্কুল ৷ তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একটি মজার দৃশ্য (Delhi family celebrates reopening of schools with band baaja) ৷
ভিডিওটি দেখার পর নেটিজেনরা অনেকেই কমেন্ট করেছেন, দিল্লিতে সেলিব্রেশন করার জন্য কিছু একটা পেলেই হল...! আসলে ভিডিওতে দেখা গিয়েছে বাচ্চারা স্কুলে যাবে বলে বাড়ির থেকে ‘ব্যান্ড-বাজা’-র ব্যবস্থা করা হয়েছে ৷ যা দেখে অবাক প্রত্যেকেই ৷ স্কুলের গেটের সামনেই বেশ কিছুক্ষণ ধরে ব্যান্ড বাজানোর পর শিশুদের ঢোকানো হয় স্কুলে ৷ এমন ঘটনা দেখে নেটিজেনরা তাজ্জব ৷
advertisement
advertisement
No one can beat Delhites. They just need an excuse for celebration. Family got a band when their kids’ physical school started after the Lockdown. 😂#lockdown pic.twitter.com/ka7nz3K8t0
— Abhishek (@AbhishekSaket) November 13, 2021
advertisement
স্কুলে যাওয়ার আগে ব্যান্ড-বাজার ব্যবস্থা ৷ ভাগ্যিস শিশুরা ঘোড়ায় চড়ে আসেনি ! নাহলে যে কী দৃশ্য হত, ভেবেই হাসি পাচ্ছে নেটিজেনদের ৷ তবে বিষয়টিতে যে বেশ নতুনত্ব আছে, তাতে কোনও সন্দেহ নেই ৷ সাধারণত সকালের দিকে চুপচাপই প্রতিদিন স্কুলে যেতে দেখা যায় ছাত্র-ছাত্রীদের ৷ কিন্তু এতদিন পরে স্কুল খোলার সেলিব্রেশন একটু আলাদা রকম তো হবেই ৷ তবে এমনটা যে হবে, তা কেউই ভাবতে পারেননি ৷ সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল এই ভিডিও ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2021 7:51 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: শিশুদের স্কুলে পাঠানোর আগে ‘ব্যান্ড বাজা’-র ব্যবস্থা ! দিল্লির এই ভিডিও এখন তুমুল ভাইরাল