প্রথমে একটা সময় যখন মনে হচ্ছিল হেনরিক ক্লাসেন ভারতের হাত থেকে জয় ছিনিয়েছেন, ঠিক তখনই ক্লাসেনের উইকেট নেন হার্দিক। পরে শেষ ওভারে ১৬ রান ডিফেন্ড করা শুধু নয়,উইকেট নেন ডেভিড মিলার ও কাগিসো রাবাডার। জয়ের পর চোখের জল বাঁধ মানেনি হার্দিকের। সবথেকে বেশি কাঁদতে দেখা যায় তাঁকে। একইসঙ্গে এতদিনের জমে থাকা যাবতীয় ক্ষোভ ও অভিমান বার করে দেন হার্দিক। বলে দেন বড় কথা।
advertisement
জয়ের পর হার্দিক পান্ডিয়া বলেন,”এই জয় খুবই স্পেশাল। আমি খুব আবেগপ্রবণ। আমরা কঠোর পরিশ্রম করছিলাম কিন্তু কিছুই কাজ করছিল না। কিন্তু আজ গোটা দেশ যা চেয়েছিল, আজ আমরা তা পূরণ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার শেষ ছয় মাস কেমন গেছে, আমি একটি কথাও বলিনি। আমি জানতাম যে আমি যদি কঠোর পরিশ্রম করতে থাকি তবে আমি একদিন আবার জ্বলে উঠব।”
এছাড়াও হার্দিক বলেন,”আমার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, কেউ হার্দিক পান্ডিয়াকে চেনে না কিন্তু সবাই আমাকে নিয়ে কথা বলেছে… আমি সবসময় জীবনের পরিস্থিতির মধ্য দিয়ে উত্তর দেওয়ায় বিশ্বাস করি … আমি অনুগ্রহে বিশ্বাস করি, আমাদের অবশ্যই সদয় হতে হবে। শেষ পাঁচ ওভারের জন্য বুমরা ও বাকি বোলারদের ধন্যবাদ। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। প্রতিটা বলে ১০০ শতাংশ দিয়েছি। সব সময় চাপ সামলাতে ভালবাসি। এই ম্যাচেও চাপের মধ্যে থেকে জিতেছি। আর বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়ের এই জয় প্রাপ্য ছিল।”