ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দুই দলই আলাদা করে রণনীতি প্রস্তুতের উপর জোর দেয়। প্রত্যেক ম্যাচের জন্য আলাদা রণনীতি তৈর হয় ঠিকই কিন্তু ভারত-পাক ম্যাচের ব্যাপারটাই আলাদা। তবে ম্যাচের আগে কোনও দলই খুল একটা তাদের রণনীতি প্রকাশ করতে চান না। কিন্তু এবার একটু অন্য পথেই হাঁটলেন বিরাট কোহলি। ম্যাচের আগের অনেকটাই খোলাসা করলেন দলের রণনীতি।
advertisement
ভারতীয় দলের ব্যািটং অর্ডারে নিজের ও সূর্যকুমার যাদবের ভূমিকা কী হবে, কোন রণনীতিতে চলবেন তারা, তা জানিয়ে দিলেন বিরাট কোহলি। জানান, সূর্যকুমার যাদবের সঙ্গে ব্যাটিং উপভোগ করেন তিনি। সূর্যকুমারের দক্ষতারও ভূয়সী প্রশংসা করেন বিরাট। কয়েকটি বল খেললেই সূর্যকুমার সেট হয়ে যান ও দ্রুত আক্রমণাত্মক ব্যাটিং শুরু করতে পারেন বলে জানান কোহলি।
তাদের জুটি তৈরাী হলে কীভাবে ব্যাটিং করবেন সেই বিষয়ে বলতে গিয়ে বিরাট কোহলি বলেন,'আমাদের জুটি তৈরি হলে সূর্যকুমার এক দিক আগলে রাখতে চায়। ও নিজে ঝুঁকি নিয়ে ব্যাট করার দায়িত্ব নেবে। আমি একটু অন্য ভূমিকা পালন করব। ব্যাপারটা আমি উপভোগই করব। মনে হয় দলের কাজে লাগবে।' এছাড়া রোহিত শর্মার সঙ্গেও পুরো ম্যাচের রণনীতি নিয়ে আলোচনা হয়েছে ও অনুশীলনেও পুরো দল সেইভাবে তৈরি হয়েছে বলে জানিয়েছেন ভিকে।
আরও পড়ুনঃ ২২ গজে ভারত-পাকিস্তান 'মহাযুদ্ধ', ফিরে দেখা টি-২০ বিশ্বকাপে দুই দেশের দ্বৈরথের ইতিহাস
এছাড়া বড় ম্যাচের আগে দলে কীভাবে চাপ সামলানো হয় সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছেন, বড় ম্যাচের আগে আমরা দলের সকলে একে অপরের পাশে থাকার চেষ্টা করি। হালকা মেজাজে থাকি। বেশি চাপ নিই না। আর ৫টা সাধারণ ম্যাচের মতই মনে করি। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে গোটা দল যে প্রস্তুত ও আত্মবিশ্বাসী, জানিয়েছেন বিরাট কোহলি।