Why Agarkar Cut Down Rohit: অনেক ভেবেই আগরকর-গম্ভীরের নয়া সমীকরণ, রোহিতকে সরানোর ব্লু প্রিন্ট কোন অঙ্কে এগোচ্ছে রইল হাঁড়ির খবর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Why Agarkar Cut Down Rohit: ভারতের প্রাক্তন পেসার আগারকর আরও বলেন যে, তিনটি ভিন্ন ফর্ম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক থাকা প্রায় অবাস্তব; তাই, গিলকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অঙ্কটা কি এতটাই সহজ?
advertisement
1/7

: কয়েক মাস আগেই তাঁর নেতৃত্বে ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল৷ আর তাঁকেই এভাবে উপড়ে ফেলার আগাম ইঙ্গিত দেওয়া হল! ভারতীয় ক্রিকেটে আগারকর ও গম্ভীর জমানা যে কাউকেই রেয়াত করবে না সেটা একেবারে ঠারেঠোরে বুঝিয়ে দিল৷ রোহিত-বিরাটদের সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছিল৷ কিন্তু এত তাড়াতাড়ি এটা ঘটবে। এখানেই ঘটে যাবে, অতি বড় রোহিত নিন্দুকও বোধহয় ভাবতে পারেননি৷
advertisement
2/7
অজিত আগারকরের নেতৃত্বে নির্বাচক কমিটি রোহিত শর্মার অধিনায়কত্বের মেয়াদ স্থগিত করার কঠোর সিদ্ধান্ত নিয়ে নিল। মাত্র আট মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে অধিনায়ক রোহিতের যে ভূমিকা ছিল সেটা যেন কন্ট্রোল অলট ডিলিটের মতো মুছে ফেলল৷ কারণ ৩৮ বছর বয়সী রোহিতের হাত থেকে ব্যাটন ছিনিয়ে শুভমান গিলের হাতে তুলে দেওয়া হল৷ রোহিতের টেস্ট থেকে অবসরের পর গিল টেস্ট অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে, ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের ওয়ানডে দলের দায়িত্ব নেওয়াটা সময়ের ব্যাপার ছিল।
advertisement
3/7
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্ষমতা বিবেচনা করে, তারা সবসময়ই একজন অধিনায়ক চেয়েছেন তিন ফর্ম্যাটেই। গিল দ্রুতই ভারতীয় ক্রিকেটের পরবর্তী পোস্টার বয় হিসেবে লাফিয়ে লাফিয়ে সাফল্যের মই বেয়ে উঠে চলেছেন৷
advertisement
4/7
কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগরকরের নেতৃত্বে ম্যানেজমেন্ট দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর রেখে শীঘ্রই একের পর এক পরিবর্তনের রাস্তায় হাঁটবে৷
advertisement
5/7
প্রধান কোচ গম্ভীর এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে একযোগে আগারকর এই সিদ্ধান্ত নেন। আহমেদাবাদে এক সংবাদ সম্মেলনে আগারকর নিশ্চিত করেন যে রোহিতকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছিল।
advertisement
6/7
তবে, প্রধান নির্বাচক বিরাট এবং রোহিতের ভবিষ্যৎ সম্পর্কে মুখ বন্ধ রাখেন- ২০২৭ সালের বিশ্বকাপে এই জুটি খেলবে কিনা জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করেনি টিম ম্যানেজমেন্ট৷ কিন্তু ওয়াকিবহাল মহল জানিয়েছে এই বার্তা দেওয়া হচ্ছে ২০২৭-র বিশ্বকাপে রোহিত দলে থাকবেন না ধরেই এগোন উচিত৷
advertisement
7/7
ভারতের প্রাক্তন পেসার আগারকর আরও বলেন যে, তিনটি ভিন্ন ফর্ম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক থাকা প্রায় অবাস্তব; তাই, গিলকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।