TRENDING:

Danish Kaneria : ভারত আমার মাতৃভূমি..সিএএ তো আছে...! পাকিস্তানে বসে এত বড় কথা দানিশ কানেরিয়ার! ক্রিকেটারের 'সাহসী' পোস্ট

Last Updated:

Danish Kaneria : পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া শনিবার (৫ অক্টোবর) যা বললেন, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এমন কথা বলতে যথেষ্য় সাহসের প্রয়োজন হয়। ভারত নিয়ে তাঁর এমন মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া শনিবার (৫ অক্টোবর) যা বললেন, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এমন কথা বলতে যথেষ্য় সাহসের প্রয়োজন হয়। ভারত নিয়ে তাঁর এমন মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা ভারতীয় নাগরিকত্ব চাওয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি।
News18
News18
advertisement

তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেননি। এই মুহূর্তে তাঁর তেমন কোনও পরিকল্পনাও নেই। তিনি জানান, ভারত তাঁর কাছে “মাতৃভূমি”। আর পাকিস্তান তাঁর জন্মস্থান, অর্থাৎ “জন্মভূমি”।

কানেরিয়া দাবি করেন, পাকিস্তানে থাকাকালীন তিনি সংখ্যালঘু হিসেবে চরম বৈষম্যের শিকার হয়েছেন। তিনি বলেন, ভারতের প্রতি তাঁর শ্রদ্ধা এবং সমর্থনের পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। তিনি শুধু সত্যি কথা বলে এসেছেন বরাবর। এই বক্তব্যের পর তাঁকে ঘিরে পাকিস্তানে সমালোচনার ঝড় উঠেছে। তবে ভারতে অনেকে তাঁর সাহসের প্রশংসাও করছেন।

advertisement

কানেরিয়া একটি দীর্ঘ পোস্টে (X-এ) লিখেছেন, তিনি পাকিস্তানের মানুষের কাছ থেকে প্রাপ্ত ভালবাসার জন্য কৃতজ্ঞ। তবে তিনি নিজের ক্রিকেট কেরিয়ারে বারবার বৈষম্যের শিকার হয়েছেন। বরাবর সে দেশে তিনি নানা ধরনের অস্বস্তির সম্মুখীন হয়েছেন। এই ধরনের আচরণে তাঁর আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও দাবি করেন।

কানেরিয়া আরও বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করছেন, কেন আমি পাকিস্তান সম্পর্কে কিছু বলি না, কেন আমি ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করি। কেউ কেউ এমনও অভিযোগ করছেন যে আমি সব কিছু ভারতীয় নাগরিকত্বের জন্য করছি। আমি মনে করি, এটি সঠিক তথ্য স্পষ্ট করা গুরুত্বপূর্ণ।”

advertisement

আরও পড়ুন- রোহিত শর্মাকে নিয়ে মারাত্মক খারাপ খবর! হিটম্যানের ‘দিন’ প্রায় শেষের দিকে!

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

কানেরিয়া এখানে স্পষ্ট করেছেন, তিনি ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করছেন, কিন্তু তার উদ্দেশ্য শুধুমাত্র সত্য প্রকাশ এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো। তিনি দাবি করেছেন, ভারতের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসার কারণে তিনি এসব মন্তব্য করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Danish Kaneria : ভারত আমার মাতৃভূমি..সিএএ তো আছে...! পাকিস্তানে বসে এত বড় কথা দানিশ কানেরিয়ার! ক্রিকেটারের 'সাহসী' পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল