IND vs AUS: রোহিতের ক্যাপ্টেন্সি চলে গেল, আরও দু'জন বড় তারকার কেরিয়ার শেষ! টিম ইন্ডিয়াকে জিতিয়েছেন অনেক ম্যাচ
- Published by:Suman Majumder
Last Updated:
India ODI Squad Announced For Australia Tour: বিসিসিআই শনিবার (৪ অক্টোবর) অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা তিন ম্যাচের ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা করেছে।
advertisement
1/6

বিসিসিআই শনিবার (৪ অক্টোবর) অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা তিন ম্যাচের ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা করেছে। ওয়ানডে ম্যাচের জন্য নির্বাচিত ১৫ সদস্যের দলে নির্বাচক কমিটি যশস্বী জয়সওয়াল এবং মহাম্মদ সিরাজকে অন্তর্ভুক্ত করেছে। তবে রবীন্দ্র জাদেজা, মহাম্মদ শামি এবং বরুণ চক্রবর্তীকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ চোটের কারণে নির্বাচন প্রক্রিয়ার বাইরে ছিলেন।
advertisement
2/6
রোহিত শর্মার জায়গায় শুভমন গিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচগুলোতে ভারতের অধিনায়ক হবেন। রোহিত শর্মা দলের অংশ হিসেবে থাকছেন। কিন্তু এবার শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে খেলবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের হয়ে সর্বাধিক রান করা মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারকে নতুন ওয়ানডে সহ-অধিনায়ক (উপ-ক্যাপ্টেন) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
advertisement
3/6
রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ এবং বরুণ চক্রবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতীয় দলের অংশ ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে তাঁদের মাঠে দেখা যাবে না। পান্ডিয়া ও পন্থের চোট আর বিসিসিআই নির্বাচকরা শামি, জাদেজা এবং চক্রবর্তীকে দল থেকে বাদ দিয়েছেন। জাদেজাকে দল থেকে বাদ দেওয়া নিয়ে বিসিসিআইয়ের চিফ সিলেক্টর অজিত আগরকর বলেন, "অস্ট্রেলিয়ায় আমরা কেবল একজন লেফট-আর্ম স্পিনারকেই নিতে পারি। জাদেজা এখনও আমাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। সবাই জানে, ও কতটা দক্ষ খেলোয়াড় এবং ফিল্ডার। তবে এই ছোট সিরিজে দলের ভারসাম্য রক্ষা করতে গিয়েই ওকে দল থেকে বাইরে রাখা হয়েছে।"
advertisement
4/6
মনে করা হচ্ছে, নির্বাচকরা শামিকে কার্যত ইঙ্গিত দিয়ে দিলেন, একদিনের ক্রিকেটে তাঁর কেরিয়ার প্রায় শেষ। তবে টেস্ট ক্রিকেটে হয়তো শামিকে দেখা যেতে পারে!
advertisement
5/6
যশস্বী জয়সওয়াল, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, ধ্রুব জুরেল এবং প্রসিদ্ধ কৃষ্ণা অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে ম্যাচের জন্য ভারতের ওয়ানডে দলে ফিরে এসেছেন। রেড্ডির জন্য এটি প্রথম ওয়ানডে নির্বাচন, আর পন্তের অনুপস্থিতিতে জুরেল ভারতের দ্বিতীয় পছন্দের উইকেটকিপার-ব্যাটসম্যান হবেন।
advertisement
6/6
ওদিকে, ভারতীয় ক্রিকেট সার্কিটে আলোচনা চলছে, নির্বাচকরা হয়তো জাদেজাকেও বুঝিয়ে দিলেন, ভারতের একদিনের দলে তাঁর সুযোগ পাওয়া বেশ চাপের।