দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেএল রাহুলের পরিবর্তে ঋষভ পন্থকে দিয়ে ওপেন করানো হবে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছিল ক্রিকেট মহলে। ম্যাচের আগের দিন রাহুলকে নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তিনি বলেন,‘আমরা লোকেশ রাহুলের বদলে পন্তকে মাঠে নামাব না। রাহুলই ভারতের হয়ে ওপেন করবে।’ দুটি ম্যাচে ফ্লপ করলে কোনও ব্যাটসম্যানকে বসিয়ে দেওয়ার পক্ষপাতি নন বিক্রম রাঠৌর।
advertisement
পাশাপাশি দীনেশ কার্তিকের পরিবর্তে ঋষভ পন্থকে খেলানো হবে কিনা সেই বিষয়ে বিক্রম রাঠৌর বলেন, ‘১১ জনকে মাঠে নামানো সম্ভব। আমি জানি ঋষভ পন্ত সত্যিই দারুণ ক্রিকেটার। আমরা জানি ও কী করতে পারে। আমরা ওকে তৈরি থাকতে বলেছি। ওর শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। কঠোর অনুশীলন করছে ও। পন্ত খুব তাড়াতাড়ি সুযোগ পেতে পারে। আমি নিশ্চিত, যখন সুযোগ আসবে, পন্ত পুরোপুরি তৈরি থাকবে।’
আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে থাকছে কোন চমক, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
ফলে বিক্রম রাঠৌরের বক্তব্য থেকে এটুকু পরিষ্কার যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ঋষভ প্ন্থকে ডাগ আউটে বসেই দেখতে হবে দলের খেলা। তবে ব্যক্তি নয়, দলের জয়ই এখন আসল লক্ষ টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কাছে।