আরও পড়ুন: সূর্য কুমারের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কেকেআরের অবদান সবচেয়ে বেশি ! বার্তা পন্টিংয়ের
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া লেজেন্ডস দল। ম্য়াচে অস্ট্রেলিয়ার ব্য়াটিংয়ের সময় ১৬ তম ওভারের শেষ বলে দুরন্ত ক্য়াচ ধরেন সুরেশ রায়না। ওভারের শেষ বলে অভিমন্যু মিঠুনের অফ-স্টাম্পের বাইরের লো-ফুলটস বলে অফস্টাম্পের বাইরে দিশা দেওয়ার চেষ্টা করেন বেন ডাঙ্ক। সেই সময় পয়েন্টে ফিল্ডিং করছিলেন রায়না। বেন ডাঙ্কের শট ধরার জন্য় শূন্য়ে শরীর ছুড়ে দিয়ে অবিশ্বাস্য় ক্য়াচ ধরেন। রায়নার ক্য়াচ দেখে সকলেই অবাক হয়ে যান। সচিন তেন্ডুলকর, ইউসুফ পাঠানরা শুভেচ্ছা জানান রায়নাকে।
advertisement
আরও পড়ুন: ওয়াসিম আক্রমের প্রশংসা বাড়িয়েছে সাহস! মাটিতেই পা তরুণ অর্শদীপের
প্রসঙ্গত, ম্য়াচে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া লেজেন্ডস দল। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন বেন ডাঙ্ক। এছাড়া ৩৫ রান করেন অ্যালেক্স ডুলানশেন ও ৩০ রান করেন শে ওয়াটসন। রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য়ে পৌঁছে যায় ভারতীয় লেজেন্ডরা। ভারতের হয়ে সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেন নমন ওঝা। অপরাজিত ইনিংসে ৬২ বলের ৭টি চার ও ৫টি ছক্কা মারেন নমন ওঝা। এছাড়া ১৮ রান করেন যুবরাজ সিং। সচিন তেন্ডুলকর ১০, সুরেশ রায়না ১১ করেন।