সূর্য কুমারের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কেকেআরের অবদান সবচেয়ে বেশি ! বার্তা পন্টিংয়ের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
KKR has immense contribution for the rise of Surya Kumar Yadav believes Ricky Ponting. সূর্য কুমারের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কেকেআরের অবদান ! বার্তা পন্টিংয়ের
#সিডনি: আজ শুধু ভারতীয় ক্রিকেটে নয়, টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। একটি ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। আইসিসি তালিকায় রয়েছেন দ্বিতীয় নম্বরে। সবচেয়ে বড় কথা যেভাবে ব্যাট করছেন দেখে মনে হচ্ছে না নিজে ভুল না করলে তাকে কেউ আউট করতে পারে। সুনীল গাভাসকার, ওয়াসিম আক্রম অনেক আগেই প্রশংসা করেছিলেন সূর্য কুমারের।
কিন্তু এবার আসল কথাটা জানালেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স না থাকলে আজ হয়তো সূর্য কুমার যাদবের এই জায়গায় পৌঁছানো হত না। আসলে মুম্বই ইন্ডিয়ান্স দলে যথেষ্ট সুযোগ পাচ্ছিলেন না সূর্য। ২০১৪ সালে তাকে কিনে নেয় কেকেআর।
২০১৭ পর্যন্ত ছিলেন কলকাতার দলে। সেখানে নিজেকে প্রমাণ করেছিলেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান। লোয়ার মিডল অর্ডারে নেমে বেশ কিছু দুরন্ত ইনিংস খেলেছিলেন সূর্য। সেটাই সারা ভারত বর্ষকে ইঙ্গিত দিয়েছিল তার ব্যাটিং প্রতিভা সম্পর্কে। পরে আবার তাকে ফিরিয়ে নেয় মুম্বই।
advertisement
advertisement
Good outing tonight 🇮🇳 An all round team effort 🙌🔥 pic.twitter.com/hS7b6rbD9y
— Surya Kumar Yadav (@surya_14kumar) September 28, 2022
কিন্তু খারাপ সময় সূর্য কুমারের পাশে দাঁড়ানোর জন্য কেকেআর দলের অবদান অনস্বীকার্য জানিয়েছেন পন্টিং। সূর্য কুমার নিজেও মনে করেন শাহরুখ খানের দলে সুযোগ পেয়েই প্রথমবার আইপিএলে নিজেকে মেলে ধরতে পেরেছিলেন তিনি। রিকি পন্টিং মনে করেন এই মুহূর্তে সূর্য কুমার যেরকম ব্যাট করছেন, তাতে তিনি লিখে দিতে পারেন অস্ট্রেলিয়ায় তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় থাকবেন।
advertisement
সূর্য ফ্রন্টফুট এবং ব্যাকফুট দুটোতেই শক্তিশালী। বলের মাপ অনেক আগে থেকে বুঝতে পারেন। সবচেয়ে বড় কথা স্পিনারদের এত লেটে কাট করতে পারেন, সেটা বিরল ক্ষমতা। পাশাপাশি সুর্য কুমারের এই ছন্দ ধরে রাখার জন্য তাকে বিশ্রাম নয়, বিশ্বকাপের আগে পর্যন্ত টানা খেলিয়ে যাওয়া উচিত মনে করেন গাভাসকার। সূর্য অবশ্য জানিয়ে রেখেছেন চার নম্বর তার পছন্দের জায়গা হলেও দলের প্রয়োজনে তিনি যে কোনও জায়গায় খেলতে প্রস্তুত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2022 12:12 PM IST