এমন পরিস্থিতিতে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার বিষয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। স্টার স্পোর্টসে কথা বলার সময় গাভাসকর তাঁর মতামত দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক পাকিস্তানকে নয়, ভারতকে শিরোপা জয়ের প্রতিযোগী হিসাবে বিবেচনা করেছেন।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির দলে মিলল না সুযোগ! ওডিআই কেরিয়ার শেষ ভারতীয় তারকার?
advertisement
স্টার স্পোর্টসে গাভাসকর বলেছেন, “হোম টিম পাকিস্তানকে ফেভারিট হিসাবে বিবেচনা করা উচিত। কারণ ওদের মতো দলকে তাদের কন্ডিশনে হারানো চ্যালেঞ্জিং, তাই পাকিস্তানের শিরোপা রক্ষার ভাল সুযোগ রয়েছে।” তবে গাভাসকর ভারতকে শক্তিশালী প্রতিযোগী দল হিসেবে বিবেচনা করেছেন।
ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা উল্লেখ করে গাভাসকর বলেছেন, “২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া সত্ত্বেও ভারত দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। ফাইনালে পৌঁছানোর আগে টানা দশটি ম্যাচ জিতেছিল। ভারত শক্তিশালী দল। তবে পাকিস্তান যেহেতু এবার আয়োজক, তাই ওরা বাড়তি সুবিধা পেতে পারে। আমি মনে করি ভারতও শিরোপা জয়ের প্রতিযোগী, তবে পাকিস্তান আয়োজক দেশ হিসেবে ট্রফি জয়ের শক্তিশালী দাবিদার।
আরও পড়ুন- বিসিসিআই-এর চিঠি সিএবিতে! কোনও বাড়তি গাড়ি নয়, একটাই বাস বিরাটদের জন্য!
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল রয়েছে যা দুটি গ্রুপে বিভক্ত। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। ভারতীয় দল তাদের সমস্ত ম্যাচ দুবাইতে খেলবে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তানের দুর্দান্ত ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে।