Sourav Ganguly : ২০২৬ টি-২০ বিশ্বকাপ জিতবে কোন দেশ? সৌরভের ভবিষ্য়দ্বাণী, বলে দিলেন কোন বোলার হতে পারেন সেরা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly : সৌরভ বলেছেন, এই বিশ্বকাপে বরুণ চক্রবর্তী বড় ফ্যাক্টর হতে পারে। ঘরের মাঠে খেলবে ভারত। ফলে বাড়তি একটা অ্যাডভান্টেজ তো থাকবে।
advertisement
1/6

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরই শুরু টি২০ বিশ্বকাপ। তবে অনেকের মনেই প্রশ্ন, এবারের বিশ্বকাপে কি সব থেকে শক্তিশালী দল ভারত! নাকি এবার অন্য কোনও দল চ্যাম্পিয়ন হতে পারে!
advertisement
2/6
সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, এবারও তাঁর আস্থা-ভরসা থাকবে ভারতীয় দলের উপরই। তিনি এটাও জানালেন, এবার বিশ্বকাপে ভারতীয় স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
advertisement
3/6
সৌরভ বলেছেন, এই বিশ্বকাপে বরুণ চক্রবর্তী বড় ফ্যাক্টর হতে পারে। ঘরের মাঠে খেলবে ভারত। ফলে বাড়তি একটা অ্যাডভান্টেজ তো থাকবে।
advertisement
4/6
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের টি২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হবে। আর প্রতিবারের মতো এবারও ভারতীয় দলই ফেভারিট।
advertisement
5/6
দক্ষিণ আফ্রিকায় কোচিং কেরিয়ার শুরু করেছেন সৌরভ। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়। এই প্রথম কোনও দলের কোচ হিসেবে কাজ করছেন সৌরভ।
advertisement
6/6
টিম ইন্ডিয়ায় স্পিনারদের মধ্যে রয়েছেন বরুণ, কুলদীপ যাদব, অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর। আর সৌরভ বলছেন, এবার ভারতীয় দলের স্পিনাররাই ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন।