TRENDING:

Rishabh Pant : চোট আর চোট! কেরিয়ার শেষ না হয়ে যায়! আবার গোটা সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার

Last Updated:
Team India : নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ থেকে ছিটকেই গেলেন পন্থ। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে নিল টিম ইন্ডিয়া।
advertisement
1/6
চোট আর চোট! আবার গোটা সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার
এমনিতেই তাঁর ওয়ানডে কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মধ্যে বারবার চোট! ঋষভ পন্থ আরও একবার চোটের জন্য ছিটকে গেলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে। তাঁর পরিবর্ত ঘোষণা করে দিল বিসিসিআই।
advertisement
2/6
উল্লেখ্য, গত বছর ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পায়ে চোট পেয়েছিলেন পন্থ। তার পর ভাঙা পা নিয়েও ব্যাটিং করেন। এর পর বেঙ্গালুরুর এনসিএ’তে ছিলেন পন্থ। বারবার চোটের কবলে পড়ছেন তিনি। ফলে চাপও বাড়ছে তাঁর উপর।
advertisement
3/6
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ থেকে ছিটকেই গেলেন পন্থ। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে নিল টিম ইন্ডিয়া।
advertisement
4/6
এর আগে গাড়ি দুর্ঘটনার জেরে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন পন্থ। অনেকে মনে করেছিলেন, তিনি হয়তো আর মাঠে ফিরতেই পারবেন না। তবে শেষ পর্যন্ত সবাইকে অবাক করে তিনি কামব্যাক করেন। তবে তার পরও চোটের খাঁড়া তাঁর পিছু ছাড়ছে না যেন!
advertisement
5/6
বরোদার কোটাম্বি স্টেডিয়ামে এই প্রথম কোনও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হবে। এই ম্যাচ আজ। তার আগে শনিবার থ্রোডাউন অনুশীলন করছিলেন পন্থ। তখনই আচমকাই একটি বল লাফিয়ে উঠে তাঁর কোমরের একটু উপরে সজোরে লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। হেড কোচ গৌতম গম্ভীর-সহ বাকি সাপোর্ট স্টাফ ছুটে আসেন। পরে জানা যায় পন্থের চোট বেশ গুরুতর।
advertisement
6/6
পন্থের এমআরআই স্ক্যানের রিপোর্ট অনুযায়ী, তাঁর পেশি ছিঁড়েছে। ফলে আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি খেলতে পারবেন না। 
বাংলা খবর/ছবি/খেলা/
Rishabh Pant : চোট আর চোট! কেরিয়ার শেষ না হয়ে যায়! আবার গোটা সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল