১৬ ডিসেম্বর ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে এই রান করলেন তিনি৷ শুভমান গিল এদিন অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে ইনিংস ওপেন করেন৷ প্রথম ইনিংসে ২০-র কাছে গিয়ে তাইজুল ইসলামের বলে প্যাডেল স্যুইপ করতে গিয়ে আউট হয়ে যান তিনি৷
আরও পড়ুন - Healthy Lifestyle: চিরযৌবন ধরে রাখতে চান, সাম্প্রতিক রিসার্চে রইল চমকে দেওয়ার মতো তথ্য
advertisement
এদিন শুভমান গিল ১৫২ বলে ১১০ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ছিল ১০ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷ মেহেদি হাসানের বলে আউট হন তিনি৷
আরও পড়ুন - প্রেগন্যান্ট বধূকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে, কারণ শুনলে চমকে যাবেন
এদিকে এদিনের ঝকঝকে ইনিংসের আগে বাংলাদেশের প্রথম ইনিংসে দারুণ ক্যাচ নেন তিনি৷ একেবারে মুহূর্তেরও কম রিঅ্যাকশন টাইম দেন৷ ভারত বনাম বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনে শুভমান গিল এক দারুণ ক্যাচ নেন৷ ৫ উইকেটে ৯৭ রান এই অবস্থায় ছিল বাংলাদেশের ইনিংস৷ এরপর হাসান ও মুশফিকুর রহিম ব্যাট করছিলেন এই সময় বাঁ হাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ৩৩ ওভারের প্রথম বলেই নুরুল হাসান ক্রিজে ডিপ ইন্টু আসা বলকে লেগ সাইডে মারতে গেলে শুভমান গিল একটা ব্লাইন্ডার নেন৷
রইল সেই ব্লাইন্ডার ক্যাচের ছবি
শুভমান গিলের ক্যাচে অবাক হয়ে যান বিরাট কোহলিও৷ আসলে এই টেস্টে বেশ ঝকঝকে পারফরম্যান্স করছেন শুভমান গিল৷
