শুধু সংবর্ধনাই নয়, ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে শ্রীপর্ণার পাশে থাকার আশ্বাসও দেন পৌরপ্রধান কমল অধিকারি। তিনি জানান, নারীদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা অত্যন্ত জরুরি। শ্রীপর্ণার এই সাফল্য সকলকে অনুপ্রেরণা জোগাবে। আগামী দিনে দিল্লিতে আরও একটি গুরুত্বপূর্ণ ক্যারাটে প্রতিযোগিতা রয়েছে দশম শ্রেণীর ছাত্রী শ্রীপর্ণার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে তার কঠিন অনুশীলন। এবার তার লক্ষ্য স্বর্ণপদক।
advertisement
সংবর্ধনা পেয়েও উচ্ছ্বসিত শ্রীপর্ণা। জানায়,সবাই পাশে থাকলে সে আরও ভালো ফল করতে পারবে। ছাত্রীর এই সাফল্যে আজ খুশি তার প্রশিক্ষকও। বর্তমানে নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল ও স্থানীয় প্রশাসনের তরফেও বহু জায়গায় শেখানো হচ্ছে এই আত্মরক্ষার কৌশল। যাতে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে পারেন নারীরা তার জন্যই ক্যারাটে রপ্ত করারও পরামর্শ দিচ্ছেন সচেতন নাগরিকরা। আর তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে বিশেষ বার্তাই যেন উঠে আসছে শ্রীপর্ণার সাফল্যের মধ্যে দিয়ে।
Rudra Narayan Roy