আরও পড়ুন: সকালে ঘুম থেকে উঠেই গ্যাসের ট্যাবলেট খান? জানেনও না কী ভুল করছেন! আজই সাবধান হোন
গত ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, বাংলাদেশ, জাপান, শ্রীলঙ্কা সহ মোট সাতটি দেশের প্রতিযোগিতা অংশগ্রহণ করে। ভারতের হয়ে বাংলার জুডো দলটি প্রতিনিধিত্ব করে। সেই দলের হাত ধরে ভারত মোট দুটি সোনা এবং তিনটি রুপোর পদক জেতে। এই দলেরই অন্যতম সদস্য হুগলি জেলার বৈদ্যবাটির ছেলে জিৎ দাস। জিৎ দেশকে এনে দিয়েছে একটি স্বর্ণপদক এবং একটি রুপো। তার এই জোড়া পদক জয় চমকে দিয়েছে সবাইকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে ইন্ডিয়া জুডো টিমের ম্যানেজার তমাল ব্যানার্জি বলেন, ভারতের মধ্যে সেল্ফ ডিফেন্স গেম হিসাবে জুডো বিশ্ব স্তরে নাম অর্জন করেছে। ভারতের ক্রীড়াবিদদের কাছে এটি খুব গৌরবময় সময়। জুডোর জন্য বিখ্যাত জাপান দলকেও পরাস্ত করেছে ভারতীয় তরুণ তারকারা। আগামী দিনে এই সাফল্য আরও বেশি শক্তি প্রদান করবে এমনটাই আশাবাদী তিনি।
রাহী হালদার