TRENDING:

Fastest Century in Cricket: মাত্র ২১ বলে সেঞ্চুরি, ক্রিকেট ইতিহাসে নয়া রেকর্ড! দেখুন বিধ্বংসী ইনিংসের হাইলাইটস

Last Updated:

Fastest Century in Cricket:ক্রিকেট ধীরে ধীরে ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেই সঙ্গে তৈরি হচ্ছে নিত্য-নতুন রেকর্ডও। কিন্তু এবার যেই রেকর্ডটি তৈরি হল তা এক কথায় সত্যিই অবিশ্বাস্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ক্রিকেট ধীরে ধীরে ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেই সঙ্গে তৈরি হচ্ছে নিত্য-নতুন রেকর্ডও। কিন্তু এবার যেই রেকর্ডটি তৈরি হল তা এক কথায় সত্যিই অবিশ্বাস্য। ২১ বলে সেঞ্চুরি করে নয়া ইতিহাস তৈরি হল স্প্যানিশ টি-১০ লিগে। রেকর্ড বুকে নাম লেখানে আসজাদ বাট। ইউরোপিয়ান টি-টেন লিগে সবথেকে দ্রুত শতরানের মালিক হলে তিনি।
advertisement

স্পেনের টি১০ লিগে ম্যাচ ছিল কাটালুনিয়া ড্রাগন্স বনাম সোহাল হসপিটালেটের। সেখানে প্রথমে ব্যাট করে কাটালুনিয়া ড্রাগন্স ১৫৬ রাবের টার্গেট দেয়। সেই রান তাড়া করতে নেমে মাত্র ৫.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় হসপিটালেট। সৌজন্যে আসজাদ বাটের বিধ্বংসী ইনিংস। ইনিংসেক শুরু থেকে ছক্কার ফুলঝুরি ছোটান আসজাদ। মাত্র ২১ বলে নিজের শতরান পূরণ করে ফেলেন তিনি।

advertisement

বিপক্ষের কোনও বোলারকেই রেয়াত করেননি আসজাদ। যেখানেই বল পেয়েছেন তা মাঠের বাইরে পাঠিয়েছেন। আসজাদ শেষমেশ ২৭ বলে ১২৮ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ১৮টি ছক্কা মারেন। ইউরোপিয়ান টি-টেন লিগে এর আগে ২৫ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল শের আলির। এমনকি ১০ ওভারের ক্রিকেটেও বিশ্বে দ্রুততন শতরানের মালিক হলেন আসজাদ। সেই ইনিংস এখন নেট দুনিয়ায় ভাইরাল।

advertisement

আরও পড়ুনঃ IPL 2024 KKR Fixture: আইপিএল ২০২৪- কবে-কখন-কোথায় কেকেআরের ম্যাচ, দেখে নিন সূচি

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

প্রসঙ্গত, ওডিআই ক্রিকেটে ইতিহাসে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের ৩১ বলে দ্রুততম শতরান আমরা দেখেছি, টি-২০ ক্রিকেটে নেপালের কুশল মাল্লার ৩৪ বলে দ্রুততম শতরান রয়েছে, আইপিএলের ক্রিস গেইলের রয়েছে ৩০ বলে শতরান। তবে যে কোনও দেশের বা যে কোন পর্যায়ের ক্রিকেটই হোক না কেন, ২১ বলে সেঞ্চুরি সত্যিই অবিশ্বাস্য ও প্রশংসনীয়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Fastest Century in Cricket: মাত্র ২১ বলে সেঞ্চুরি, ক্রিকেট ইতিহাসে নয়া রেকর্ড! দেখুন বিধ্বংসী ইনিংসের হাইলাইটস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল