ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতার ফলে একটা সময় ১৪৭ রান বেশ বড় মনে হচ্ছিল। রবীন্দ্র জাডেজা এবং হার্দিক পান্ডিয়া না থাকলে এই ম্যাচ বের করা ভারতের পক্ষে মুশকিল হতে পারত। বিরাট কোহলির ১০০তম টি-২০ ম্যাচ। ফলে এই ম্যাচের গুরুত্ব ভারতীয় দলের কাছে আলাদা রকমের ছিল।জদেজারা কোহলির ১০০তম ম্যাচ ফিকে হতে দিলেন না।
advertisement
পান্ডিয়ার ১৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস ভারতীয় দলকে এই মযাচে জিততে সাহায্য করে। গুরুতবপূর্ণ সময়ে ৩৫ রানের ইনিংস খেলেন জাদেজা। তবে তিনি ম্যাচ শেষ করে ফিরতে পারেননি। শেষ ওভর পর্যনত টিকে থেকে পান্ডিয়া ম্যাচ জেতান। সব মিলিয়ে চাপের পরিস্থিতি জয় করেই এই ম্যাচে জিততে হয়েছিল ভারতীয় দলকে।
পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি টুইটরে লিখেছেন, ভারতীয় দলের জন্য এশিয়া কাপের শুরুটা ভাল হল। কঠিন পরিস্থিতি সত্ত্বেও ফোকাস ধরে রেখে জয় পেয়েছে দল।
ভারত পাকিস্তান ম্যাচে গ্যালারি আলো করে থাকবেন তারকারা। সমাজের বিভিন্ন স্তরের সেলেব্রিটিরা এই ম্যাচ দেখতে আসেন। এদিন গ্যালারিতে তারকাদের ভিড় ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ছিলেন। ম্যাচের মাঝে বারবার জয় শাহকে ধরছিল ক্যামেরা। তবে দেখা পাওয়া যায়নি সৌরভের।
আরও পড়ুন- কুর্তা-পাজামায় বিজয়, ক্যামেরাম্যান-এর কাছে বিশেষ অনুরোধ ভক্তদের
দুবাইতে ভারত-পাক ম্যাচে গ্যালারিতে ছিলেন না সৌরভ। এদিন গ্যালারিতে দেখা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনকে।