পূজা এবং সৌরভ দুজনেই বাঙালি। দুজনেই একে অপরের ভাল বন্ধু। ছবিটি শেয়ার করে পূজা ক্যাপশনে লিখেছেন, 'অনেকদিন পর দেখা এবং অনেক মজা করেছি একসঙ্গে। ধন্যবাদ সৌরভ গাঙ্গুলী। পুজার সঙ্গে মহারাজের সেই ছবি ভাইরাল হয়েছে।
আরও পড়ুন- সিনেমা দেখেই নায়িকার প্রেমে! হরভজন সিংকে শুরুতেই কষ্ট দিয়েছিলেন গীতা
সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই সেলফি ফটোগুলি ক্লিক করতে দেখা গিয়েছে। পূজা সুন্দর হাসি সমেত পোজ দিয়েছেন। ছবিটি পুজোর সময় তোলা। তবে হঠাত্ করেই ছবিটি এখন শেয়ার করেছেন পূজা। তাঁকে ও সৌরভকে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী লুকে।
advertisement
সৌরভ গাঙ্গুলিকে দেখা যাচ্ছে কুর্তা পায়জামায়। তাঁর কপালে টিকা। অন্যদিকে পূজাকে গোলাপী শাড়ি পরে খোলা চুলে সুন্দর দেখাচ্ছে। কপালের সিঁদুর তাঁর সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।
টিভি সিরিয়াল দেবো কে দেব মহাদেব-এ পার্বতী চরিত্রে অভিনয় করে প্রতিটি ঘরে ঘরে নিজের ছাপ ফেলেছেন পূজা ব্যানার্জী। ওই সিরিয়াল-এর সময় থেকেই লোকজন তাঁকে পার্বতী নামে ডাকতে শুরু করে। পূজা বাস্তব জীবনেও গ্ল্যামারাস। তিনি প্রতিদিন তাঁর গ্ল্যামারাস ছবি শেয়ার করেন।
আরও পড়ুন- বিশাল ছক্কায় গ্যালারিতে উপস্থিত দর্শকের নাক ভাঙলেন রোহিত শর্ম!
ছেলের জন্মের পর থেকেই অভিনয় থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন পূজা। অভিনয় থেকে দূরে ছেলের দেখাশোনা করছেন তিনি। তবে পূজা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন এবং মাঝেমধ্যেই সাহসী ছবি শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ পূজাকে ফলো করেন। তাঁর সিজলিং লুক ভক্তরা দারুন পছন্দ করেন। পুজার ছবি ভাইরাল হতে তাই বেশি সময় লাগে না।