Geeta Basra B’day : সিনেমা দেখেই নায়িকার প্রেমে! হরভজন সিংকে শুরুতেই কষ্ট দিয়েছিলেন গীতা

Last Updated:
Geeta Basra Birthday: একখানা ভিডিও সং দেখে গীতাকে মেসেজ করেছিলেন ভাজ্জি। তার পর...
1/8
বলিউডের সিনেমায় অভিনয় করে তিনি পরিচিত মুখ হয়েছিলেন ঠিকই। তবে হরভজন সিংয়ের স্ত্রী হওয়ার পর গীতা বসরা যেন আরও জনপ্রিয় হয়ে ওঠেন।
বলিউডের সিনেমায় অভিনয় করে তিনি পরিচিত মুখ হয়েছিলেন ঠিকই। তবে হরভজন সিংয়ের স্ত্রী হওয়ার পর গীতা বসরা যেন আরও জনপ্রিয় হয়ে ওঠেন।
advertisement
2/8
অভিনেত্রী গীতা বসরার জন্ম হয়েছিল ব্রিটেনে। লন্ডনে খেলতে গিয়ে হরভজন সিং গীতার প্রেমে পড়েছিলেন। তাও একখানা গানের ভিডিওতে গীতাকে দেখেই।
অভিনেত্রী গীতা বসরার জন্ম হয়েছিল ব্রিটেনে। লন্ডনে খেলতে গিয়ে হরভজন সিং গীতার প্রেমে পড়েছিলেন। তাও একখানা গানের ভিডিওতে গীতাকে দেখেই।
advertisement
3/8
ভাবছেন হঠাত্ করে কেন হরভজন-গীতার প্রেম কাহিনী তুলে ধরা হচ্ছে! আসলে আজ গীতা বসরার জন্মদিন। বো অজনবি নামের একটি ভিডিও সং দেখে ভারতীয় দলের স্পিনার হরভজন সিং অভিনেত্রী গীতাকে মন দিয়ে বসেন।
ভাবছেন হঠাত্ করে কেন হরভজন-গীতার প্রেম কাহিনী তুলে ধরা হচ্ছে! আসলে আজ গীতা বসরার জন্মদিন। বো অজনবি নামের একটি ভিডিও সং দেখে ভারতীয় দলের স্পিনার হরভজন সিং অভিনেত্রী গীতাকে মন দিয়ে বসেন।
advertisement
4/8
গীতার নম্বরও জোগাড় করে ফেলেছিলেন ভাজ্জি। এর পর লন্ডনে ম্যাচ শেষে তিনি গীতাকে সটান মেসেজ করে বসেন। তবে গীতা তাঁকে শুরুতেই কষ্ট দেন।
গীতার নম্বরও জোগাড় করে ফেলেছিলেন ভাজ্জি। এর পর লন্ডনে ম্যাচ শেষে তিনি গীতাকে সটান মেসেজ করে বসেন। তবে গীতা তাঁকে শুরুতেই কষ্ট দেন।
advertisement
5/8
ভাজ্জির মেসেজের কোনও রিপ্লাই দেননি গীতা। ভাজ্জি নাকি তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে গীতা বেঁকে বসেন।
ভাজ্জির মেসেজের কোনও রিপ্লাই দেননি গীতা। ভাজ্জি নাকি তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে গীতা বেঁকে বসেন।
advertisement
6/8
ভাজ্জি হাল ছাড়েননি। ম্যাচ জেতার পর হঠাত্ করেই গীতা বসরা তাঁকে শুভেচ্ছা জানান। ব্যস, তার পর থেকেই শুরু দুজনের বন্ধুত্ব।
ভাজ্জি হাল ছাড়েননি। ম্যাচ জেতার পর হঠাত্ করেই গীতা বসরা তাঁকে শুভেচ্ছা জানান। ব্যস, তার পর থেকেই শুরু দুজনের বন্ধুত্ব।
advertisement
7/8
এর পর একদিন হঠাত্ করেই হরভজনের কাছে আইপিএলের দুটি টিকিট চেয়ে বসেন গীতা। ভাজ্জি সুযোগ ছাড়েননি। টিকিট দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে নেন। এর পরই গীতাকে একদিন প্রোপোজ করেন। তবে গীতা জানিয়ে দেন, তিনি তৈরি নন। অভিনয়ে ফোকাস করতে চান।
এর পর একদিন হঠাত্ করেই হরভজনের কাছে আইপিএলের দুটি টিকিট চেয়ে বসেন গীতা। ভাজ্জি সুযোগ ছাড়েননি। টিকিট দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে নেন। এর পরই গীতাকে একদিন প্রোপোজ করেন। তবে গীতা জানিয়ে দেন, তিনি তৈরি নন। অভিনয়ে ফোকাস করতে চান।
advertisement
8/8
শেষ পর্যন্ত ভাজ্জিকেও ভালবেসে ফেলেন গীতা। ২০১৫ সালে বিয়ে করেন দুজনে। তাঁদের একটি মেয়ে রয়েছে।
শেষ পর্যন্ত ভাজ্জিকেও ভালবেসে ফেলেন গীতা। ২০১৫ সালে বিয়ে করেন দুজনে। তাঁদের একটি মেয়ে রয়েছে।
advertisement
advertisement
advertisement