এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি পোস্টার ঘিরে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি ইরফান পাঠানের অভিনীত ছবির ট্রেলার করেছে। এবার কি তা হলে বড় পর্দায় দেখা যাবে সৌরভকে!
আরও পড়ুন- সচিনের মেয়ে সারা অতীত! 'নতুন' সারায় মেতেছেন শুভমান গিল!
মেগা ব্লকবাস্টার। এমনটাই লেখা রয়েছে সেই পোস্টারে। সৌরভের ছবি। তার পিছনে রাতের কলকাতা। এমনই সেই পোস্টার। আর সেই পোস্টার নিয়ে এখন জল্পনা। সেই পোস্টারে আরো লেখা রয়েছে, ৪ সেপ্টেম্বর সবটা জানা যাবে। আর তাই আরও বেশি করে রহস্যের বাতাবরণ তৈরি হয়েছে।
advertisement
এখন সবার মনে একটাই প্রশ্ন, সৌরভ কি তা হলে সিনেমায় নামছেন! নাকি অন্য কোনও ব্যাপার! আসলে পোস্টার এতটাই জমকালো যে অনেকেই ভেবে নিয়েছেন, বিসিসিআই প্রেসিডেন্ট এবার সিনেমায় নামছেন।
সৌরভের ব্যক্তিগত আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘দাদার অভিনয়ে আসার ব্যাপারটি সত্যি নয়। এটি একটি বিজ্ঞাপনী প্রচার। তবে পুরো ব্যাপারটা এখনই বলা যাবে না। সেটা জানতে হলে সবাইকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’’
এরই মধ্যে সৌরভ নিজেও ওই পোস্টার টুইট করেছেন। ফলে রহস্য আরও বেশি ঘনীভূত হয়েছে। প্রসঙ্গত, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে দেখা যায়নি বিসিসিআই প্রেসিডেন্টকে। সৌরভ আপাতত কলকাতায় রয়েছেন। এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচের তাঁর দুবাই যাওয়ার কথা।