Asia Cup 2022: কমেন্ট্রি চলাকালীন ধাঁই করে ব্যাট চালিয়ে দিলেন শ্রীকান্ত! কনুই কি ভাঙল নাকি বাদানির, ভাইরাল ভিডিও

Last Updated:

বাদানি ব্যাথা নিয়েও কাজ চালাতে চেষ্টা করেন৷ কনুইয়ের যন্ত্রণায় স্টুডিও ছেড়ে বেরিয়ে যান৷

kris srikkanth accidentally hits hemang badani
kris srikkanth accidentally hits hemang badani
#কলকাতা: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার  হেমাঙ্গ বাদানি বড় চোট পেলেন এশিয়া কাপের সময়৷ না ম্যাচ খেলার জন্য বা মাঠে থেকে নয়, স্টুডিওতে কমেন্ট্রি করার সময় অর্থাৎ ধারাভাষ্য করার সময়ে চোট পেয়ে গেলেন৷ শনিবার কমেন্ট্রি চলছিল সম্প্রচারকারী চ্যানেলর৷ সেদিন সেসময় এশিয়া কাপের প্রি ম্যাচ শো চলছিল৷ ওপেনিং ম্যাচে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ছিল৷ আর বাদানির সঙ্গে এই কাণ্ডটা ঘটালেন আরও এক প্রাক্তন তারকা ৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত৷
কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও বাদানি স্টার স্পোর্টসের তামিল ভাষার জন্য কমেন্ট্রি করছিলেন৷ সে সময়ে  শ্রীকান্ত ব্যাট দিয়ে শট বোঝাতে গিয়ে ধাঁই করে ব্যাট চালিয়ে দেন৷ বাদানি প্রচণ্ড ব্যাথায় চোখ বন্ধ করে ফেলেন৷ তিনি কনুইতে হাত ঘষছেন দেখা যায়৷ বাদানি ব্যাথা নিয়েও কাজ চালাতে চেষ্টা করেন৷ কনুইয়ের যন্ত্রণায় স্টুডিও ছেড়ে বেরিয়ে যান৷
advertisement
advertisement
৪৫ বছরের হেমাঙ্গ বাদানি দেশের জার্সিতে ৪০ টি একদিনের ম্যাচ খেলেছেন৷ সকলেই এই বাদানির চোটের পরেই তাঁর কনুই ভেঙে গেছে কিনা প্রশ্ন শুরু করেন৷ অবশেষে সকলকে শান্তি দিতে আপডেট দেন হেমাঙ্গ বাদানি নিজেই৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের কনুইয়ের চোট নিয়ে আপডেট দেন ৷
advertisement
তিনি লেখেন, ‘‘ যাঁরা জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি? আমার অসহ্য যন্ত্রণা করছে কিন্তু সৌভাগ্য কোনও ফ্র্যাকচর নেই৷ এটা একটা ট্রমা আর আমার চিকিৎসা চলছে৷ আশা করছি তাড়াতাড়ি সেরে উঠব আর সেটে ফিরব৷ ’’
advertisement
আফগানিস্তান সেদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে ওপেনিং ম্যাচে হারিয়ে দিয়ে এশিয়া কাপ ২০২২ এ অভিযান শুরু করেছে৷  এদিনের ম্যাচে আফগানিস্তান ফিল্ডিং বেছে নেয়৷ বাঁ হাতি পেসার ফাজালহক ফারুকি বোলিং ফিগার  ৩-১১ নিজের সাইডের হয়ে করেন৷ শ্রীলঙ্কা এদিন মাত্র ১০৫ রান করেই অল আউট হয়ে যায়৷
advertisement
জবাবে হজরতুল্লাহ জাজাই  অপরাজিত ৩৭ রান করেন, উইকেটকিপার ব্যাটসম্যান রহমানল্লাহ গুরবাজ ৪০ রান করেন৷ তাঁদের ওপেনিং পার্টনারশিপে ৮৩ রান ওঠে৷  ওপেনিং উইকেটে শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে তারা ধামাল পারফরম্যান্স করেন৷
একদম শেষে আফগানিস্তান ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায়৷ এর মধ্যে ভারত নিজেদের চির প্রতিদ্বন্দ্বীদের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2022: কমেন্ট্রি চলাকালীন ধাঁই করে ব্যাট চালিয়ে দিলেন শ্রীকান্ত! কনুই কি ভাঙল নাকি বাদানির, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement