সচিনের মেয়ে সারা অতীত! 'নতুন' সারায় মেতেছেন শুভমান গিল!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shubhman Gill: এবার কি তা হলে সচিন-কন্যার সঙ্গে সম্পর্ক ভেঙে গেল শুভমানের!
#মুম্বই: তা হলে কি সারা তেন্ডুলকর তাঁর জীবনে অতীত! শুভমান গিলের সঙ্গে এখন অন্য এক সারার সম্পর্কের গুঞ্জন।
সচিন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিলের সম্পর্ক নিয়ে কয়েক মাস আগেও জল্পনা ছিল। যদিও তাঁরা দুজনে কেউ কখনও এই নিয়ে মুখ খোলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের চলন-বলন দেখে অনেকেই তেমনটা আন্দাজ করেছিলেন। আর এবার শুভমানের সঙ্গে সারা আলি খানের সম্পর্কের জল্পনা।
আরও পড়ুন- 'হিরোইনকে বিয়ে করলে এমনই হয়', কোহলিকে নজিরবিহীন আক্রমণ বলি তারকার
সম্প্রতি সারা আলি খান ও শুভমানের একটি ডিনারের ডেটের ছবি ভাইরাল হয়েছে। সারা ও শুভমান, দুজনের কাজের ক্ষেত্র আলাদা। তা হলে কীসের জন্য তাঁরা একে অপরের সঙ্গে ডিনার ডেটে গেলেন! এই নিয়েই যত জল্পনা।
advertisement
advertisement
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ সম্মান পেয়েছিলেন শুভমান। আপাতত তিনি কাউন্টি ক্রিকেটে মন দিয়েছেন। তবে এরই মাঝে শুভমানকে দেখা গেল এক রহস্যময়ীর সঙ্গে। আসলে সেই ডিনার ডেটে শুভমানের সঙ্গে যে মহিলা ছিলেন তাঁকে ভালমতো দেখা যাচ্ছে না।
advertisement
অনেকেই আন্দাজ করছেন, সেই রহস্যময়ী আসলে সারা আলি খান। কারণ সেই মহিলার সঙ্গে সারার চেহারার মিল রয়েছে। প্রসঙ্গত, ২০১৯-এর আইপিএল-এর সময় থেকে শুভমান ও সারা তেন্ডুলকরের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। তার পর থেকে একে অন্যের ছবিতে লাইক, কমেন্টস করতেন তাঁরা। তাই অনেকেই ভাবতে শুরু করেছিলেন, দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে।
advertisement
আরও পড়ুন- বিরাটের ৩৫ রান কিন্তু ভুলে যাবেন না! কোহলির ফর্মে ফেরার ইঙ্গিত দেখছেন সৌরভ
যদিও জানা যায়, সারা ও শুভমান পরস্পরকে ইনস্টায় আনফলো করেছেন। এরই মাঝে সারা আলি খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছে শুভমানের। তবে ব্যাপারটা কতটা সত্যি তা সময়ই বলবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 10:16 AM IST