বড়িশা প্লেয়ার্স কর্নার-এর এবারের পুজোর থিম ছিল- মহারাজের ৫০। জীবনের পিচে হাফ সেঞ্চুরি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বড়িশা প্লেয়ার্স কর্নার তাই মহারাজকীয় ভাবনাকে বাস্তবায়িত করল। সৌরভ পুজোয় চুটিয়ে মজা করলেন। আর পুজো শেষের বেলাতেও তিনি যেন একাবারে পাড়ার ছেলে।
আরও পড়ুন- ছেলেদের বদলা নিতে ব্য়র্থ, মহিলা এশিয়া কাপেও পাকিস্তানের কাছে হার ভারতের
advertisement
পুজোর রেশ কাটতে না কাটতেই তাঁকে ছুটতে হয়েছিল নয়াদিল্লি। সেখানে কাজ মিটিয়ে চলে আসেন কলকাতায়। তার পর দ্বাদশীতে পাড়ার পুজোয়। শেষবেলায় দেবী দুর্গাকে করজোরে প্রণাম করলেন সৌরভ। তার পর কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলেন ঢাকের বোল। বিসিসিআই সভাপতি যেন হয়ে গেলেন একেবারে পাড়ার ছেলেটি।
সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে দশমীতে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। জানা যায়, তিনি চিকেনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। দুর্গা পুজোর কার্নিভালে পারফর্ম করবে ডোনা গঙ্গোপাধ্যায়ের দল। তাই তিনি এদিন মহড়াতেও হাজির ছিলেন।
আরও পড়ুন- ভারত-পাকিস্তানে ম্য়াচে সান স্ট্রোকে আক্রান্ত রিচা ঘোষ, চিকিৎসা চলছে বাংলার মেয়ের
এবারই প্রথম দুর্গা পুজোর কার্নিভালে অংশ নেবে বড়িশা প্লেয়ার্স কর্নার। তার আগে এদিন প্রতিমার সামনে বেশ কিছুটা সময় ছিলেন বিসিসিআই সভাপতি। ঠিক যেমনটা ছিলেন পুজোর শুরুতে ছিলেন, এদিনও তাঁকে দেখা গেল একই মেজাজে। এদিন গঙ্গোপাধ্যায় পরিবারের অনেকেই ছিলেন। সৌরভের মা-ও ছিলেন।