TRENDING:

Shubman Gill, Gujarat Titans : কেকেআর দলে না রাখায় দুঃখ পেয়েছেন! মাঠেই জবাব দিতে চান শুভমন গিল

Last Updated:

Shubhman Gill ready to prove himself against KKR for new franchise Gujarat Titans. গুজরাতের জার্সিতে নাইটদের জবাব দিতে মরিয়া শুভমন গিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিজেকে প্রমাণ করতে চান গিল
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিজেকে প্রমাণ করতে চান গিল
advertisement

আরও পড়ুন - Prakash Padukone on Lakshya Sen : লক্ষ্য সেন ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি হবে, নিশ্চিত প্রকাশ পাড়ুকোন

২০১৮-২০২১। চার বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন শুভমান গিল। বছর বাইশের তরুণ ব্যাটারের জীবনে কেকেআর এখন অতীত। এবার আইপিএলে পঞ্জাব পুত্তর খেলবেন অভিষেককারী দল গুজরাত টাইটান্সের হয়ে। ৮ কোটি টাকায় গুজরাতে তাঁকে দলে নিয়েছে। গিল এক সাক্ষাৎকারে বলছেন যে, তাঁর টিমে এক্স ফ্যাক্টর হতে চলেছেন প্রাক্তন নাইট লকি ফার্গুসন।

advertisement

আরও পড়ুন - Taskin Ahmed, IPL : আইপিএলে পেসার তাসকিনকে দলে চান গম্ভীর! ছাড়তে রাজি নয় বাংলাদেশ বোর্ড

নিউজিল্যান্ডের জোরে বোলারের সঙ্গে কেকেআরের ড্রেসিংরুম ভাগ করেছেন গিল। এবার এক সঙ্গে খেলবেন গুজরাতের হয়ে। গিল বলেন, আমার মনে হয় গুজরাত টাইটান্সে এক্স ফ্যাক্টর হবে লকি ফার্গুসন। আমরা যখন কলকাতা নাইট রাইডার্সে ছিলাম, তখন  আমাদের বিরাট সম্পদ ছিল। এখানেও তেমনই হবে।

advertisement

হার্দিক পাণ্ডিয়াকে যদি আমার থেকে পরামর্শ চায়, ও যদি কিছু জানতে চায়। আমি অবশ্যই ওকে সাহায্য করব। নতুন দল নিয়ে উচ্ছ্বসিত গিল। তিনি আরও বলেন, দারুণ একটা দলের অংশ হতে পেরে অবশ্যই ভাল লাগছে। আমাকে কেকেআর ধরে রাখেনি। এটা দুর্ভাগ্যজনক। আমার পারফরমেন্স অনুযায়ী আশা করেছিলাম কেকেআর থাকব। তবে মাঠেই এর জবাব দেব আশা করি।

advertisement

দুর্দান্ত লেগেছে যে, গুজরাত টাইটান্স আমাকে নিয়েছে। আমি কোয়ারেন্টিনে থাকার জন্য় হার্দিক পাণ্ডিয়া ও আশিস নেহরার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমি নিভৃতবাস থেকে বেরিয়েই তাদের সঙ্গে পরিকল্পনা নিয়ে আলোচনা করব।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আমি এটা পরিষ্কার করে নেব যে, ব্যক্তিগত ও দলীয়ভাবে দলে আমার কী ভূমিকা হবে। রশিদ খান ছাড়াও ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান, মহম্মদ শামি, ডেভিড মিলারদের মত ক্রিকেটার রয়েছে দলটায়। তাই শুভমন আশাবাদী আইপিএলে নজর কাড়বে গুজরাত টাইটানস।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill, Gujarat Titans : কেকেআর দলে না রাখায় দুঃখ পেয়েছেন! মাঠেই জবাব দিতে চান শুভমন গিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল