Taskin Ahmed, IPL : আইপিএলে পেসার তাসকিনকে দলে চান গম্ভীর! ছাড়তে রাজি নয় বাংলাদেশ বোর্ড
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Bangladesh Cricket Board will not permit Taskin Ahmed for IPL during South Africa series. বিসিবি তাসকিনকে সিরিজের মাঝপথে ছাড়বে না বলেই জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট সূত্র।
#ঢাকা: এবারের আইপিএলে প্রথমবার আত্মপ্রকাশ ঘটতে চলেছে লখনউ সুপার জায়ান্টের। মেন্টর হিসেবে শক্তিশালী দল বানানোর পেছনে অবদান আছে গৌতম গম্ভীরের। সঞ্জীব গোয়েঙ্কার দল প্রতিটি বিভাগেই যথেষ্ট শক্তিশালী। অধিনায়ক হিসেবে কে এল রাহুল রয়েছেন। এছাড়াও কুইন্টন ডি কক, মনিশ পান্ডে, রবি বিষ্ণই, এভিন লুইস, মার্কোস স্টোইনিসদের মত নামি ক্রিকেটার রয়েছে তাদের দলে।
কনুইয়ের ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড। মেগা নিলামে তাকে সাড়ে ৭ কোটি টাকার বিনিময়ে দলে ভিড়িয়েছিল আইপিএলের নবাগত দল লখনউ সুপার জায়ান্টস। এখন উড ছিটকে পড়ায় তার বদলি খেলোয়াড়ের খোঁজে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই মিশনেই বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের ওপর নজর পড়েছে তাদের।
advertisement
advertisement
এরই মধ্যে তাসকিনকে দলে চেয়ে বিসিবিতে ফোন করেছেন লখনউ মেন্টর ও ভারতের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। এ খবর জানাচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রতিবেদনে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঢাকায় ফোন করেছেন গৌতম গম্ভীর। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে তার দলে চাই এবং সেটা পুরো মরশুমের জন্যই।
কিন্তু পুরো মরশুমের জন্য খেলতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সফরের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে তাসকিনকে। তাই এ বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন তাসকিন- এমনটাই জানাচ্ছে কালের কণ্ঠ। তবে তাসকিনকে আজকের মধ্যেই
advertisement
লখনউ ফ্র্যাঞ্চাইজিকে এ বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাতে হবে।
BCB denied NOC to Taskin Ahmed to play in the IPL till the end of South Africa tour. So Taskin won’t be joining Lucknow team. If he is still wanted by Lucknow after the SA tour ends, decision of giving NOC will be taken then !!
— Nafiu Kabir (@NafiuKaabir) March 21, 2022
advertisement
বাংলাদেশ দলের একজন নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন বাস্তবতা। চাইলেও আপনি কাউকে ধরে রাখতে পারবেন না। উল্লেখ্য, আইপিএলের মেগা নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিল তাসকিনের নাম। কিন্তু সেই নিলামে কোনো দল আগ্রহ দেখায়নি ৫০ লাখ টাকার এই পেসারের ওপর।
উডের ইনজুরিতে পেসারের খোঁজেই মূলত তাসকিনকে পেতে চাইছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তাসকিনকে আটকানোর ব্যাপারে জোর করবেন না। কিন্তু বেলার দিকে পরিস্থিতি বদলায়।
advertisement
বিসিবি তাসকিনকে সিরিজের মাঝপথে ছাড়বে না বলেই জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট সূত্র। ওকে যেতে হলে তো ওয়ানডে সিরিজের পরপরই যেতে হবে। কিন্তু টেস্ট সিরিজের আগে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একজন বোলারকে কেন ছেড়ে দেব? বলেছেন জোহানেসবার্গে দলের একজন কর্মকর্তা। তাই তাসকিন আইপিএলে এবার খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2022 3:46 PM IST