যা নিয়ে টানা দশ দিন জল ঘোলা হয়েছে অনেক। কেউ কেউ বলেছেন, ভুল কিছু করেননি সাকিব। অনেকে আবার বেটিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার কারণে শূলে চড়িয়েছেন সাকিবকে। তবে শেষ পর্যন্ত পিছুই হটতে হয়েছে সাকিবকে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের শক্ত অবস্থানের প্রেক্ষিতে সেই বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
advertisement
বৃহস্পতিবার সন্ধ্যায়ই বিসিবিকে সেই কথা জানিয়ে দিয়েছেন সাকিব। চুক্তি বাতিলের কথা জানালেও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের পেজে বহাল ছিল সেই পোস্টটি। তবে আজ দিনের প্রথম প্রথরে দেশে ফিরে সেই পোস্টও মুছে দিয়েছেন সাকিব। সকাল ৯টার পর থেকে সাকিবের পেজে আর সেই পোস্টটি দেখা যাচ্ছে না। দেশে ফিরে এসেছেন সাকিব। আজ (শনিবার) দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার রয়েছে তার।
এদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোচনায় বসেছেন জাতীয় দলের নির্বাচকরা। যেখানে অবধারিতভাবেই কথা হবে এশিয়া কাপের দল নিয়ে। এছাড়া জাতীয় লিগের টেকনিক্যাল কমিটির সঙ্গেও বসেছেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জালাল ইউনিস পরিষ্কার জানিয়ে দিয়েছেন মানুষের ক্ষতি করে এবং তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করে এমন কোন সংস্থার সঙ্গে ক্রিকেটারদের চুক্তি মেনে নিতে পারবে না বাংলাদেশ বোর্ড।
এটা নৈতিকতার প্রশ্ন। এদিকে এশিয়া কাপে আরবে বাংলাদেশ ক্রিকেট দল কমপক্ষে সেমিফাইনাল টার্গেট করেছে। তবে নিজেদের সেরা খেলা তুলে ধরতে পারলে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছলে অবাক হওয়ার কিছু নেই।