শাহিদ আফ্রিদি সবসময় লম্বা ছক্কা মারার জন্য পরিচিত। তিনি পাকিস্তান ক্রিকেটের তারকা। একই সঙ্গে মারাত্মক বোলিংয়ের জন্য সবার মন জয় করে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। ম্যাচে প্রথমে ব্যাট করে বড় স্কোর করে লাহোর কালান্দার্স। লাহোর ২০৪ রান করে। কোয়েটা অবশ্য ৪ বল বাকি থাকতেই সেই টার্গেটে পৌঁছে যায়।
আরও পড়ুন- লতা মঙ্গেশকরের ভাইকে চাকরি থেকে সরিয়েছিল কংগ্রেস সরকার! কী অভিযোগ করলেন মোদি?
advertisement
কোয়েটার হয়ে ইংলিশ ব্যাটার জেসন রয় দুর্দান্ত ব্যাটিং করেন। শাহীন আফ্রিদি এবং শহীদ আফ্রিদির মধ্যে ম্যাচে ব্যাট-বলের লড়াই দেখা যায়নি। তবে দুই দলের মধ্যে রোমাঞ্চকর লড়াই হয়েছে।
শাহিদ আফ্রিদির জামাই লাহোরের অধিনায়ক-
লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির বাগদান হয়েছে শাহিদ আফ্রিদির বড় মেয়ে অক্সার সঙ্গে। শাহিদ নিজেই তাঁর একটি পোস্টে সেই কথা জানিয়েছিলেন। গত কয়েক বছরে পাকিস্তানের জার্সিতে দুর্দান্ত বোলিং করেছেন ফাস্ট বোলার শাহীন আফ্রিদি।
আরও পড়ুন- অরুণাচলে তুষারঝড়ে শহিদ ৭ জওয়ান, ট্যুইটবার্তায় শোকপ্রকাশ মোদি মমতার...
তাঁর সুইং বল খেলতে বিশ্বের তাবড় ব্যাটাররা হিমশিম খেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে অসাধারণ বোলিং করেছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে ম্যাচেও তিনি ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শাহিদ আফ্রিদির কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দল এদিন লাহোর কালান্দার্সের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জিতেছে। ম্যাচে ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার জেসন রয় ৫৭ বলে ১১৬ রান করেন। আটটি ছক্কা এবং ১১টি চার মারেন তিনি। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেনি লাহোর দল। এছাড়া ৪৯ রানের ইনিংস খেলেন জেমস ভিন্স।
শাহিদ আফ্রিদি ব্যাট করার সুযোগ পাননি। তবে শাহিদ আফ্রিদি ৩ ওভার বোলিং করতে গিয়ে ২৫ রান দেন এবং কোনো উইকেট নিতে পারেননি।