আফ্রিদি এবার ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রসঙ্গ টেনে আনলেন। পাকিস্তানে প্লেন ভেঙে পড়ায় সে দেশের সেনার হাতে আটক হন অভিনন্দন। সেই প্রসঙ্গ তুলে শিখর ধাওয়ানের পোস্টে গিয়ে ভারতীয়দের খোঁচা দিয়ে এলেন আফ্রিদি। এর পর পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের কটাক্ষ, “বেশি তর্ক করে লাভ নেই। চলো তোমাকে চা খাওয়াই।”
আরও পড়ুন- ম্যাচ শেষ হতেই রিঙ্কু সিং-কে সপাটে চড় মারলেন কুলদীপ যাদব ! তাও একটা নয়, ভিডিও এখন ভাইরাল
advertisement
পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই যা খুশি তাই বলে যাচ্ছেন আফ্রিদি। ভারতীয় সেনা বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। আফ্রিদি বলেন, “ভারতে তো পটাকা ফাটলেও দোষ চাপানো হয় পাকিস্তানের ঘাড়ে। জম্মু-কাশ্মীরে প্রায় ৮ লক্ষ সেনা মোতায়েন আছে। তার পরও বারবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তার মানে ভারতীয় সেনার দক্ষতার অভাব রয়েছে। তাই সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেনি।” আফ্রিদির মন্তব্যে গোটা ভারতে ক্ষোভ।
এর পরই ১৯৭১-এর কথা মনে করিয়ে ধাওয়ান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আফ্রিদির উদ্দেশে লেখেন, “কিছুদিন আগে কার্গিলেও তো হারালাম। এত নিচে নেমে গেছ, আর কতটা নামবে? আজেবাজে মন্তব্য না করে নিজের দেশের উন্নতিতে মনোনিবেশ করো। আমরা ভারতীয় সেনার জন্য গর্বিত।”
আরও পড়ুন- দিল্লি ম্যাচে মাঠেই আচমকা অধিনায়ক বদলে ফেলল কেকেআর! চাপের মুখে জেতালেন নতুন ক্যাপ্টেনই
ধাওয়ানের এমন সপাট জবাব হজম হয়নি আফ্রিদির। তারপর আরও কিছুটা নিচে নামলেন আফ্রিদি। তিনি ধাওয়ানের সেই পোস্টে গিয়ে মন্তব্য করে আসেন, “এসব হারজিতের কথা ছাড়ো। চলে তোমাকে এক কাপ চা খাওয়াই।” অর্থাৎ তিনি আবার অভিনন্দন বর্তমানের প্রসঙ্গ টেনে আনলেন।