ম্যাচ শেষ হতেই রিঙ্কু সিং-কে সপাটে চড় মারলেন কুলদীপ যাদব ! তাও একটা নয়, ভিডিও এখন ভাইরাল

Last Updated:

Kuldeep Yadav Slap Rinku Singh: রিঙ্কুর গালে কুলদীপের হাত এসে পড়তেই তা যে বিস্ফোরণের জন্ম দিল, তেমনটা ক্রিকেটদুনিয়া অনেক দিন দেখেনি, এ কথা বলতেই হয়! অতএব, সেই ভিডিও ফুটেজও যে ভাইরাল হয়ে যাবে, তাতে অবাক হওয়ার তেমন কিছু নেই!

ম্যাচ শেষ হতেই রিঙ্কু সিংকে সপাটে চড় মারলেন কুলদীপ যাদব ! (Photo: X)
ম্যাচ শেষ হতেই রিঙ্কু সিংকে সপাটে চড় মারলেন কুলদীপ যাদব ! (Photo: X)
নয়াদিল্লি: কলকাতা নাইট রাইডার্স যে জিতেছে, সে কথা মালুম হয়ে গিয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকেই আতসবাজির উচ্ছ্বাসে। যাঁরা খেলা দেখেন না, তাঁদেরও চোখে-মুখে ফুটেছে খুশির আলো। তবে, আসল ধামাকা আতসবাজির নয়, একেবারেই খেলোয়াড়দের। পারফরম্যান্সের ব্যাপারটা তো আছেই, আছে ব্যক্তিগত সম্পর্কের রসায়নও। এই যেমন কুলদীপ যাদব আর রিঙ্কু সিংয়ের কথাই ধরা যাক ৷ রিঙ্কুর গালে কুলদীপের হাত এসে পড়তেই তা যে বিস্ফোরণের জন্ম দিল, তেমনটা ক্রিকেটদুনিয়া অনেক দিন দেখেনি, এ কথা বলতেই হয়! অতএব, সেই ভিডিও ফুটেজও যে ভাইরাল হয়ে যাবে, তাতে অবাক হওয়ার তেমন কিছু নেই ৷
advertisement
আইপিএলে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বুধবারের ম্যাচে দিল্লি ক্যাপিটালস যে হার মানতে বাধ্য হয়েছে, তা এখন আমরা সবাই জানি! দিল্লির জয়ের জন্য ২০৫ রান করার দরকার ছিল, কিন্তু তাদের ইনিংস শেষ হয় ১৯০ রানেই। ফলে, দিল্লিকে ১৪ রানে পরাজিত হতে হয়। মজার ঘটনা ঘটে ঠিক এর পরেই! ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই কুলদীপ যাদব রিঙ্কু সিংকে মজার ছলেই চড় মারেন!
advertisement
আসলে, খেলা শেষ হওয়ার পর, দু’দলের ক্রিকেটাররা একত্রিত হয়ে কথা বলছিলেন। কুলদীপ যাদব এবং রিঙ্কু সিং একসঙ্গে ছিলেন, একে অপরের সঙ্গে কথাও বলছিলেন তাঁরা। আচমকাই কুলদীপ রিঙ্কু সিংকে একটা চড় মেরে বসেন। রাগের মাথায় নয়, মজা করেই কুলদীপ যাদব তা করেছেন, যেমনটা লোকে বন্ধুদের সঙ্গে করে থাকে। কিন্তু খোলা মাঠে ঘটেছে ঘটনাটি এবং ক্যামেরাও ঘুরছে চারপাশে, রিঙ্কু সিং তাই একটু হলেও রেগে গিয়েছিলেন, ভিডিও ফুটেজ দেখে অন্তত সেরকমটাই মনে হয়। কুলদীপ যাদব আবার আরেকটা চড় মারেন। এর পর রিঙ্কু সিং মুখ ফিরিয়ে নেন।
advertisement
রিঙ্কু এই চড়ের জবাব না দিলেও দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল অবশ্য হার নিয়ে মুখ খুলেছেন। ‘‘আমরা কিছু উইকেট সহজেই হারিয়েছি। কয়েকজন রান না পেলেও, আমাদের ২-৩ জন ব্যাটসম্যান ভাল খেলেছেন’’, জানিয়েছেন তিনি। ম্যাচ জেতার জন্য যে বিপ্রজ নিগমের উপরে তাঁর ভরসা ছিল, সে কথাও কবুল করেছেন অক্ষর। সবশেষে দিয়েছেন লড়াকু মনোভাবের পরিচয়, ‘‘প্র্যাকটিস উইকেটে বল থামানোর জন্য ডাইভিং করার সময় আমার ত্বকের ছাল উঠে যায়, ভাল ব্যাপার হল ৩-৪ দিনের বিরতি আছে, আশা করি আমি সুস্থ হয়ে উঠব এবং পরের ম্যাচে ফিট হয়ে ফিরে আসব’’, দাবি তাঁর!
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ম্যাচ শেষ হতেই রিঙ্কু সিং-কে সপাটে চড় মারলেন কুলদীপ যাদব ! তাও একটা নয়, ভিডিও এখন ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement