Vaibhav Suryavanshi: বুঝিয়ে দিলেন তিনি থাকতেই এসেছেন, সেহওয়াগের পরামর্শ সঙ্গে করেই আগুন ঝরাল বৈভব সূর্যবংশীর ব্যাট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশী কাকে আদর্শ হিসেবে নেবেন আর কাকে নেবেন না, সে তাঁর নিজের ব্যাপার! আশা করাই যায়, একের পর এক রেকর্ড তিনি গড়বেন, তখন কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে তাঁর তুলনাও চলবে। আপাতত তিনি শুধু বুঝিয়ে দিলেন যে থাকতেই এসেছেন, তাঁকে ছাড়া খেলা জমবে না!
advertisement
advertisement
এই নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনটে ম্যাচ খেলে ফেললেন বৈভব সূর্যবংশী। প্রথম দুই ম্যাচে সেভাবে ভাল রান করতে পারেননি ৷ প্রথম ম্যাচ ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, বৈভব সূর্যবংশী সেবার মাত্র ৩৪ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে ৷ তাঁর ব্যাটে এসেছিল ১৬ রান ৷ (Photo: AP)
advertisement
advertisement
advertisement
তবে, প্রথম ম্যাচে ৩৪ এবং দ্বিতীয় ম্যাচে ১৬ রানের মধ্যেও ব্যাপার আছে। বিষয়টাকে খাটো করে দেখা চলবে না। বৈভব সূর্যবংশী তাঁর প্রথম ম্যাচে ২০ বলে ৩৪ রান করেছিলেন, পরের ম্যাচে দুটো ছয়ে ১৬ রান করে আউট হয়েছিলেন। প্রথম ম্যাচে প্রথম বলেই ছক্কা মেরে সকলের দৃষ্টি আকর্ষণ করলেও দ্বিতীয় ম্যাচে একই গতিতে খেলার চেষ্টা করে আউট হয়ে যান। এই বিষয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। (Photo: AP)
advertisement
তিনি বলেছিলেন, অল্প বয়সে স্বীকৃতি পাওয়াটা দারুণ, কিন্তু যদি তা গর্বে পরিণত হয় তাহলে তা বিপজ্জনক হয়ে উঠবে। সতর্ক করে বলেছিলেন, যদি বৈভব সূর্যবংশী মনে করেন যে মাত্র একটি আইপিএল ম্যাচ খেলেই তিনি তারকা, তাহলে আগামী মরশুমে তাঁকে আর দেখা নাও যেতে পারে। তিনি একটি নিরাপদ ভবিষ্যতের পরিকল্পনা করার এবং বিরাট কোহলিকে আদর্শ হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন। (Photo: AP)
advertisement