IPL 2025 KKR New captain: দিল্লি ম্যাচে মাঠেই আচমকা অধিনায়ক বদলে ফেলল কেকেআর! চাপের মুখে জয় ছিনিয়ে নিলেন নতুন ক্যাপ্টেনই

Last Updated:
IPL 2025 KKR New captain: দিল্লির বনাম কলকাতার ম্যাচে অক্ষর প্যাটেল এবং ফ্যাফ ডুপ্লেসি যখন ভয়ঙ্কর হয়ে উঠছেন, তখন ম্যাচ ক্রমশ হাত থেকে বেরিয়ে যাচ্ছিল কলকাতার। এর মধ্যেই আচমকা অধিনায়ক বদল।
1/5
দিল্লির বনাম কলকাতার ম্যাচে অক্ষর প্যাটেল এবং ফ্যাফ ডুপ্লেসি যখন ভয়ঙ্কর হয়ে উঠছেন, তখন ম্যাচ ক্রমশ হাত থেকে বেরিয়ে যাচ্ছিল কলকাতার। এর মধ্যেই চোট পান কেকেআর অধিনায়ক রাহানে।
দিল্লির বনাম কলকাতার ম্যাচে অক্ষর প্যাটেল এবং ফ্যাফ ডুপ্লেসি যখন ভয়ঙ্কর হয়ে উঠছেন, তখন ম্যাচ ক্রমশ হাত থেকে বেরিয়ে যাচ্ছিল কলকাতার। এর মধ্যেই চোট পান কেকেআর অধিনায়ক রাহানে।
advertisement
2/5
রাহানে মাঠ থেকে বেরিয়ে গেলে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় সুনীল নারিনের উপর। তারপরেই ক্রমশ বদলাতে থাকে ম্যাচের রং। সেই সময় ডুপ্লেসি, অক্ষর এবং স্টাবসের উইকেট নেন নারিন।
রাহানে মাঠ থেকে বেরিয়ে গেলে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় সুনীল নারিনের উপর। তারপরেই ক্রমশ বদলাতে থাকে ম্যাচের রং। সেই সময় ডুপ্লেসি, অক্ষর এবং স্টাবসের উইকেট নেন নারিন।
advertisement
3/5
সেই সঙ্গে তাঁর আক্রমণাত্মক অধিনায়কত্বে জয়ের মুখ থেকে খালি হাতে ফিরতে হয় দিল্লিকে। তিন ম্যাচের পরে জয়ে ফিরল কলকাতা।
সেই সঙ্গে তাঁর আক্রমণাত্মক অধিনায়কত্বে জয়ের মুখ থেকে খালি হাতে ফিরতে হয় দিল্লিকে। তিন ম্যাচের পরে জয়ে ফিরল কলকাতা।
advertisement
4/5
রাহানের চোট নিয়ে অবশ্য অনুকুল রায় বলেছেন চোট গুরুতর নয়। কিন্তু রাহানের বদলি হিসাবে সুনীল নারিন যে দায়িত্ব পালন করলেন তাতে নারিনকে বিকল্প হিসাবে ভেবে দেখতেই পারে কলকাতা।
রাহানের চোট নিয়ে অবশ্য অনুকুল রায় বলেছেন চোট গুরুতর নয়। কিন্তু রাহানের বদলি হিসাবে সুনীল নারিন যে দায়িত্ব পালন করলেন তাতে নারিনকে বিকল্প হিসাবে ভেবে দেখতেই পারে কলকাতা।
advertisement
5/5
চলতি আইপিএলে আর চার ম্যাচ বাকি কেকেআরের। প্লেঅফে যেতে গেলে বাকি ম্যাচগুলিতে ভাল কিছু করতে হবে কলকাতাকে। ব্যাট হাতে সফল হলেও অধিনায়ক হিসাবে চলতি আইপিএলে রাহানের পারফরম্যান্স আশাব্যাঞ্জক নয়। বাকি ম্যাচগুলিতে কী হয় সেটাই দেখার।
চলতি আইপিএলে আর চার ম্যাচ বাকি কেকেআরের। প্লেঅফে যেতে গেলে বাকি ম্যাচগুলিতে ভাল কিছু করতে হবে কলকাতাকে। ব্যাট হাতে সফল হলেও অধিনায়ক হিসাবে চলতি আইপিএলে রাহানের পারফরম্যান্স আশাব্যাঞ্জক নয়। বাকি ম্যাচগুলিতে কী হয় সেটাই দেখার।
advertisement
advertisement
advertisement