পদে বসেই ওলট-পালট করে দেখিয়েছেন নিজের ক্ষমতা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে শেষ মুহূর্তে বাদ দিয়ে খেলিয়েছেন সরফরাজ আহমেদকে, যিনি বেশ কয়েক বছর ধরেই পাকিস্তান দলে ব্রাত্য ছিলেন। সরফরাজ অবশ্য মুখ রেখেছেন আফ্রিদির সুযোগ পাওয়ার পর খেলা প্রথম ইনিংসেই বড় স্কোরে।
আরও পড়ুন - টিম ইন্ডিয়ার নতুন 'ক্রাইসিস ম্যান' ! দীপক হুদাকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন তারকারা
advertisement
জানা গিয়েছে আফ্রিদি এবার প্রধান নির্বাচক হয়ে নতুন এক নিয়ম করতে যাচ্ছেন। পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হওয়া পাকিস্তানের টি-টোয়েন্টি দলকে শক্তিশালী করতেই তাঁর এই নির্দেশনা। তিনি জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পেতে হলে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট কমপক্ষে ১৩৫ হতে হবে।
কয়েক মাস ধরেই ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে। পাকিস্তান ক্রিকেট দলের বেশ কয়েক খেলোয়াড় টি-টোয়েন্টি সংস্করণে দুর্বল স্ট্রাইক রেটের কারণে সমালোচিত। আফ্রিদি যে নির্দেশনা জারি করতে যাচ্ছেন, সেটি বাস্তবায়িত হলে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বদলে গেছে বোর্ডের নতুন গঠনতন্ত্র।
প্রায় প্রতিদিনই কোনো না কোনো ‘নতুন’–এর ঘোষণা আসছে শেঠির নেতৃত্বাধীন বোর্ডের কাছ থেকে। পাকিস্তানের দুই ওপেনিং ব্যাটসম্যান অধিনায়ক বাবর আজম এবং রিজওয়ান দুর্দান্ত হলেও, তাদের স্ট্রাইক রেট নিয়েও সমালোচনা হয়নি এমন নয়। তাই এবার সতর্ক থাকার পালা সকলের।