রিজওয়ান নিজেকে যদি ফিরে পেতে চায় ওকে একাধিক শট রপ্ত করতে হবে। তবে সেটা চলতি বিশ্বকাপে পারবে বলে মনে হয় না। চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৭৫.০০ গড়ে সূর্যকুমারের ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ২২৫ রান। স্ট্রাইক-রেট ১৯৩.৯৬। ৫টি ইনিংসের মধ্যে তিনবার হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছেন তিনি।
আরও পড়ুন - ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট বিস্ফোরণ! নেটে কী ইঙ্গিত দিয়ে রাখলেন কিং কোহলি ?
advertisement
সেমিফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় আপাতত তিন নম্বরে রয়েছেন সূর্যকুমার। অন্যদিকে মহম্মদ রিজওয়ান ৫ ম্যাচে ২০.৬০ গড়ে মাত্র ১০৩ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১০০.০০। একবারও ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকাতে পারেননি তিনি।
সূর্যকুমারকে দেখে রিজওয়ানের শেখা উচিত কিনা এমন প্রসঙ্গে আফ্রিদি বলেন, একদম ঠিক কথা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুশো-আড়াইশো ঘরোয়া ম্যাচ খেলে সূর্যকুমার ভারতীয় দলে জায়গা পেয়েছে। ওই ছেলেটা নিজের খেলা বোঝে। যেসব শট মারে ও, সেগুলির বেশিরভাগ ভাল বলেই মারে। কারণ, ও সেটার প্র্যাক্টিস করেছে। ও জানে ম্যাচে ভাল বলের মোকাবিলা করতে হবে ওকে।
তোমার কাছে যত স্কিল থাকবে, তুমি তত প্রভাবশালী খেলোয়াড়ে পরিণত হবে। সুতরাং, তোমাকে নিজের শট উন্নত করতে হবে। এই ফর্ম্যাটে সেটা খুব জরুরি। এই ফর্ম্যাটে সোজাও ছক্কা মারতে হবে আবার উলটোও মারতে হবে। আফ্রিদি মনে করেন রিজওয়ান লড়াকু ক্রিকেটার সন্দেহ নেই। কিন্তু বোলারদের মানসিকতা বোঝার ক্ষেত্রে সূর্য কুমারের তুলনায় পিছিয়ে। এই জায়গায় তাড়াতাড়ি উন্নতি করতে হবে পাক উইকেট রক্ষক ওপেনারকে।
আফ্রিদি মনে করিয়ে দিয়েছেন সূর্য কিন্তু ভারতের হয়ে ওপেন করেন না। ফলে প্রথম ছয় ওভার পুরোপুরি কাজে লাগানোর সুযোগ থাকে না তার। কিন্তু সেই সুযোগ থাকে রিজওয়ানের।