ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট বিস্ফোরণ! নেটে কী ইঙ্গিত দিয়ে রাখলেন কিং কোহলি ?

Last Updated:

Virat Kohli shares net practice video on social media before India face England in T20 World Cup. ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট বিস্ফোরণ! নেটে কী ইঙ্গিত দিয়ে রাখলেন কিং কোহলি ?

মেজাজে বিরাট রাজা! নেটে অসাধারণ ছন্দে
মেজাজে বিরাট রাজা! নেটে অসাধারণ ছন্দে
#অ্যাডিলেড: নিজের পছন্দের এবং প্রিয় মাঠের তালিকায় তিনি এক নম্বরে রাখেন এই মাঠকে। এই মাঠ তাকে খালি হাতে ফেরায়নি কখনও। ডন ব্র্যাডম্যানের শহর অ্যাডিলেড বিরাট কোহলির পয়া মাঠ। এবারের বিশ্বকাপেও বাংলাদেশের বিরুদ্ধে এই মাঠে ৬৪ করেছিলেন। জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি এই মাঠে।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্ব। সেমিফাইনালের লড়াই। সামনে ইংল্যান্ড। মাঝে একটা দিন। বৃহস্পতিবার বেন স্টোকস, জস বাটলার, স্যাম কারানদের বিপক্ষে নামতে প্রস্তুত বিরাট কোহলি। তার আগে নিজের instagram একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। তলায় ক্যাপশন দিয়েছেন, প্রক্রিয়া উপভোগ করছি।
আরও পড়ুন - ভারতকে খোলা চ্যালেঞ্জ পাকিস্তানের, সেমির আগে বাবরদের `গরম' করছেন হেডেন
ভিডিও দেখা যাচ্ছে মন দিয়ে নেটে ব্যাট করছেন তিনি। পুল, হুক, ড্রাইভ, ডিফেন্স, কাট - বিভিন্ন রকম শট খেলছেন কিং কোহলি। আসলে অস্ট্রেলিয়াতে ব্যাট করা বরাবর উপভোগ করেন তিনি। আগেও জানিয়েছেন একবার এখানকার বাউন্স বুঝে নিতে পারলে আর সমস্যা হয় না কোহলির।
advertisement
advertisement
এখনও পর্যন্ত এই বিশ্বকাপটা মনে রাখার মত গেছে বিরাট কোহলির। পাঁচটি ম্যাচ ২৪৬ রান করে শীর্ষে রয়েছেন তিনি। গড় প্রায় পঞ্চাশের কাছাকাছি। স্ট্রাইক রেট ঈর্ষণীয়। কিন্তু কিং কোহলির আসল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি কোহলির।
ভারতের জার্সিতে ২০১১ একদিনের বিশ্বকাপ জিতলেও অধরা থেকে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার সেই দুঃখ ভুলতে চান। তাই ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং এবং প্রয়োজনে অধিনায়ক রোহিত শর্মা এবং বোলারদের পরামর্শ দিয়ে সাহায্য করতে এগিয়ে আসছেন।
advertisement
তিন নম্বরে নেমে ভারতীয় ইনিংস টেনে নিয়ে যাওয়ার আসল দায়িত্ব কোহলির কাঁধে। টিম ম্যানেজমেন্ট তাকে দায়িত্ব দিয়েছে অন্তত ১৫-১৬ ওভার ব্যাট করা। তবেই ভারত একটা প্লাটফর্ম পাবে বড় রান তোলার। জিম্বাবোয়ের বিপক্ষে বড় রান পাননি। কিন্তু বরাবর গুরুত্বপূর্ণ সময় পারফর্ম করার সুনাম রয়েছে তার। ইংল্যান্ডের বিরুদ্ধে সেটাই বিরাট কোহলি করে দেখাতে চান সেমিফাইনালে।
advertisement
তিনি উইকেটে থাকা মানে শুধু বাউন্ডারি নয়, সিঙ্গল - ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখা। বিরাট থাকলেই মন খুলে শট খেলতে পারবেন সূর্য কুমার, পান্ডিয়ারা। কাজেই এই দলটার ব্যাটিং নিউক্লিয়াস বিরাট কোহলি তাতে সন্দেহ নেই। নেট প্র্যাকটিস দেখে পরিষ্কার ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান পেতে কতটা মরিয়া হয়ে রয়েছেন বিরাট।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট বিস্ফোরণ! নেটে কী ইঙ্গিত দিয়ে রাখলেন কিং কোহলি ?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement